চার ধর্মগ্রন্থ পাঠের মধ্য দিয়ে রাজশাহীতে আওয়ামী লীগের জনসভা শুরু হয়েছে। রোববার (২৯ জানুয়ারি) দুপুর ১২টায় ঐতিহাসিক মাদরাসা মাঠে এ সমাবেশ শুরু হয়।
সমাবেশের সভাপতিত্ব করছেন রাজশাহী মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী কামাল।
রাজশাহী মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকার ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল ওয়াদুদ দারার পরিচালনায় সভার শুরুতে চার ধর্ম গ্রন্থ পাঠ করা হয়।
পবিত্র কোরান থেকে তেলাওয়াত করেন রাজশাহী জেলা আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক রেজোয়ানুল হক পিনু মোল্লাহ। গিতা পাঠ করেন আওয়ামী লীগ নেতা তন্ময়বকুমার শর্মা, বাইবেল পাঠ করেন খায়রুল বাসার টোটন ও ত্রিপিটক পাঠ করেন শ্রাবনী বড়ুয়া।
এর আগে জয় বাংলা গণ সংগীত দল স্বাধীন বাংলার গান পরিবেশন করেন। পরে সেখানে খ্যাতিমান বাউল শফি মন্ডল গান পরিবেশ করেন।
সভার শুরুতেই বক্তব্য দেন- নওগাঁ ৫ আসনের সংসদ সদস্য নিজামুদ্দিন জলিল জয়। এরপর একে একে বক্তব্য দিচ্ছেন আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের আঞ্চলিক এবং কেন্দ্রীয় নেতারা।
দুপুর আড়াইটার দিকে প্রধান অতিথি হিসেবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার যোগদানের কথা। এরই মধ্যে জনসভাস্থল ছাপিয়ে নেতাকর্মীদের ঢল পাশের পদ্মাপাড়ে ছাড়িয়েছে। পুরো এলাকা লোকে লোকারণ্য। মাইকে প্রচার করা হচ্ছে ভাষণ। নগরীর ১৩টি পয়েন্ট লাগানো হয়েছে বড় পর্দা। সেখানেও সরাসরি প্রচার করা হচ্ছে জনসভা।
ভোর থেকেই জনসভা এলাকায় আসতে শুরু করেন নেতাকর্মীরা। জেলার বিভিন্ন এলাকার পাশাপাশি উপজেলা থেকেও মিছিল নিয়ে সমাবেশ স্থলে আসছেন। এ সময় তাদের স্লোগানে-স্লোগানে মুখর রাজশাহী নগরী। সকাল ৯টার দিকে খুলে দেওয়া হয় ঐতিহাসিক মাদরাসা মাঠ। মুহূর্তে আওয়ামী লীগ নেতাকর্মীদের ঢলে পরিপূর্ণ হয়ে ওঠে সভাস্থল।
জনসভাকে কেন্দ্র করে কয়েক ধাপে নিরাপত্তা জোরদার করা হয়েছে।
সাখাওয়াত হোসেন/এসজে/জেআইএম