শিশুদের প্রতি নৃশংসতা বন্ধ ও শিশু হত্যাকারীদের বিচারের দাবি জানিয়েছে ইসলামী ঐক্য আন্দোলন। শুক্রবার জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত এক মানববন্ধনে এ দাবি জানানো হয়।দেশে অব্যাহত খুন-গুমের সুষ্ঠু বিচার না হওয়ায় নিষ্পাপ শিশু হত্যার মতো অভিশাপ নেমে এসেছে বলে অভিযোগ জানিয়ে বক্তারা বলেন, সমগ্র দেশে শিশু নির্যাতন ও হত্যার যে তাণ্ডব শুরু হয়েছে দেশবাসী এ থেকে নাজাত চায়।তারা বলেন, শিশু নির্যাতনের জন্য দ্রুত বিচার বদ্ধমূল করতে পারলেই হত্যা ও সন্ত্রাস থেকে জাতিকে মুক্তি দেয়া সম্ভব। সংগঠনের ঢাকা মহানগরের আমির মোস্তফা বশীরুল হাসানের সভাপতিত্বে মানববন্ধনে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় নায়েবে আমির মুহাম্মাদ রুহুল আমীন, জয়েন্ট সেক্রেটারি মোস্তফা তারেকুল হাসান, ঢাকা মহানগরের নায়েবে আমির মাহফুজুর রহমান,সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন প্রমুখ।এএস/এমজেড/এবিএস