আন্তর্জাতিক

জাতিসংঘের দ্বারে ভারত

পাঠানকোটে ভারতীয় বিমান বাহিনীর ঘাঁটিতে হামলা ইস্যুতে এবার জাতিসংঘের দ্বারস্থ হয়েছে ভারত। পাঠানকোট হামলার সঙ্গে জড়িত অভিযোগ এনে নিষিদ্ধ সংগঠন জয়েশ-ই-মহম্মদের প্রধান মাসুদ আজহারকে সন্ত্রাসী তালিকায় অন্তর্ভূক্ত করতে জাতিসংঘের কাছে একটি আবেদন জমা দিয়েছে দেশটি।এর আগে চীন ভারতের এই প্রস্তাবে ভেটো দিলে তা ভেস্তে যায়। আবারো নতুন করে আজহারকে নিষিদ্ধ করার দাবি নিয়ে জাতিসংঘের কাছে যাচ্ছে নয়াদিল্লি।দেশটির পররাষ্ট্রমন্ত্রণালয়ের মুখপাত্র বিকাশ স্বরূপ টাইমস অব ইন্ডিয়াকে বলেন, আমি নিশ্চিত করে বলতে পারি, নিষেধাজ্ঞার আওতায় মাসুদ আজহারের নামও যাতে তালিকাভূক্ত করা হয়, সেই দাবি নিয়ে আমরা জাতিসংঘের ১২৬৭ নিষেধাজ্ঞা কমিটিতে যাচ্ছি। জয়েশ-ই-মহম্মদের নাম নিষেধাজ্ঞা তালিকায় রয়েছে, অথচ এর প্রধানের নাম নেই। তিনি বলেন, আমরা ইতোমধ্যে জাতিসংঘের নিষেধাজ্ঞা কমিটির কাছে আল-কায়েদা, তালেবান ও অন্যান্য সন্ত্রাসী গোষ্ঠীর সঙ্গে সম্পৃক্ত পাকিস্তানের বিভিন্ন জঙ্গি সংগঠনের ১১ জনের নামের একটি নতুন তালিকা পেশ করেছি। প্রসঙ্গত, ২০০১ সালে জয়েশ-ই-মহম্মদকে নিষিদ্ধ ঘোষণা করে জাতিসংঘ। মুম্বাইয়ে ভয়াবহ হামলার পর সংগঠনটির প্রধান মাসুদ আজহারকে নিষিদ্ধ করতে জাতিসংঘের কাছে আবেদন জানায় ভারত। সে সময় পাকিস্তানের মিত্র ও জাতিসংঘের স্থায়ী সদস্য চীন ভেটো দেওয়ায় শেষ পর্যন্ত তা ভেস্তে যায়। এসআইএস/পিআর