প্রবাস

হাফিজকে রক্ত দিতে এগিয়ে এলো ৪ কুয়েতপ্রবাসী

কুয়েতপ্রবাসী মোহাম্মদ হাফিজ মিয়ার (৪০) হার্টের অপারেশনের জন্য জরুরি বি-পজিটিভ রক্তের প্রয়োজন। খবর পেয়ে দূর পরবাসে তাকে স্বেচ্ছায় রক্ত দিতে এগিয়ে আসেন ৪ কুয়েত প্রবাসী।

Advertisement

স্বেচ্ছায় রক্তদাতারা হলেন- পটুয়াখালী জাহেদ হোসেন জনি, চট্টগ্রাম মীরসরাইয়ের এমদাদ হোসেন মিলন, নোয়াখালী চৌমুহনীর নুর হোসেন মুরাদ, ব্রাহ্মণবাড়িয়ার মোহাম্মদ সুজন।

এ সময় জাহেদ হোসেন জনি বলেন, এবারসহ ১৭ বার রক্ত দিয়েছি। দেশে থাকতেও অনেকবার রক্ত অনেক জনকে রক্ত দিয়েছি। স্বেচ্ছায় রক্তদান একটি মহৎ কাজ। বাংলাদেশের স্বাধীনতা ও বিজয় দিবসে, মাতৃভাষা দিবসে কুয়েতে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচির আয়োজন করে থাকি।

রক্ত দিতে আসা আরেক প্রবাসী এমদাদ হোসেন মিলন বলেন, জীবনে এই প্রথমবার স্বেচ্ছায় রক্তদান করলাম। যখন খবর পেলাম আমাদের এক প্রবাসী ভাইয়ের হার্টের অপারেশনের জন্য জরুরি রক্ত প্রয়োজন, প্রথমে মনের মধ্যে ভয় ছিল কিন্তু রক্ত দেওয়ার পরে নিজের কাছে খুব ভালো লাগছে একটা মহৎ কাজে অংশগ্রহণ করতে পেরে।

Advertisement

এমআরএম