দেশজুড়ে

কুমিল্লায় উদ্ধার হওয়া বানর বন ভিটেতে অবমুক্ত

কুমিল্লায় উদ্ধার হওয়া বানর বন ভিটেতে অবমুক্ত

কুমিল্লার বুড়িচংয়ে লোকালয় থেকে উদ্ধার হওয়া বিরল প্রজাতির একটি বানর বনে অবমুক্ত করা হয়েছে।

Advertisement

সোমবার (৩০ জানুয়ারি) বিকেলে উপজেলা বন কর্মকর্তা এ কে এম লুৎফুল্লাহ উপজেলার বাকশীমূল ইউনিয়নের কালীকৃষ্ণনগর বনে বানরটি অবমুক্ত করেন।

এর আগে রোববার (২৯ জানুয়ারি) দুপুরে উপজেলার পীরযাত্রাপুর ইউনিয়নের কণ্ঠনগর গ্রাম থেকে বানরটিকে জব্দ করে স্থানীয়রা।

আরও পড়ুন: সোনাদিয়ায় দেখা মিললো বাঘসদৃশ প্রাণী, দ্বীপজুড়ে আতঙ্ক

Advertisement

কণ্ঠনগর গ্রামের কবির হোসেন বলেন, কণ্ঠনগরসহ তিন-চারটি গ্রামে ভারত সীমান্ত থেকে হঠাৎ একদল বানর এসে মানুষের ঘরবাড়িতে খাবারের জন্য ঢুকে পড়ে। এ ছাড়া ফল, ফুল ও জমির ফসল নষ্ট করে। রোববার দুপুরে মেহেদী হাসান নামে এক যুবক তার বাড়ির ছাদে কলা ও বিভিন্ন খাবার দিয়ে ফাঁদ পেতে একটি বানর আটক করেন। এ খবরে এলাকাবাসী ভিড় জমান এক নজর দেখার জন্য। বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাহিদা আক্তার খবর পেয়ে বন কর্মকর্তাকে বানরটি উদ্ধারের নির্দেশ দেন।

বন কর্মকর্তা এ কে এম লুৎফুল্লাহ জাগো নিউজকে বলেন, কণ্ঠনগর গ্রামে আটক করা বানরটি বিরল প্রজাতির। খবর পেয়ে এটি উদ্ধার করে বাকশীমূল ইউনিয়নের কালীকৃষ্ণনগর বন বিভাগের বন ভিটেতে অবমুক্ত করা হয়েছে।

জাহিদ পাটোয়ারী/জেএস/জিকেএস

Advertisement