দেশজুড়ে

নড়াইলে বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদের ৮০তম জন্মবার্ষিকী পালিত

নড়াইলে বিভিন্ন কর্মসূচি মধ্য দিয়ে স্বাধীনতা যুদ্ধের বীর সন্তান বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের ৮০তম জন্মবার্ষিকী পালিত হয়েছে। বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ ট্রাস্ট ও জেলা প্রশাসন নড়াইলে উদ্যোগে সকালে নূর মোহাম্মদ নগরের স্মৃতিস্তম্ভে নড়াইল জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, নূর মোহাম্মদ ট্রাস্ট, নূর মোহাম্মদ মহাবিদ্যালয়সহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়। এ সময় পুলিশ বাহিনী এই বীরের প্রতি রাষ্ট্রীয় সন্মাননা গার্ড আব অনার প্রদান করেন। শ্রদ্ধাঞ্জলি শেষে একটি র‌্যালি বেব হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ স্মৃতি গ্রন্থাগার ও যাদুঘরের সামনে গিয়ে শেষ হয়। পরে পাঠাগার মিলনায়তনে আলোচনা সভায় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. সিদ্দিকুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদ প্রশাসক অ্যাডভোকেট সুবাস চন্দ্র বোস, নড়াইলের পুলিশ সুপার সরদার রকিবুল ইসলাম, বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদের ছেলে মোস্তফা কামাল, বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ ট্রাস্টের সম্পাদক আজিজুর রহমান ভুইয়া। পরে দোয়া মাহফিল ও বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। উল্লেখ্য, বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখ ১৯৩৬ সালে নড়াইল সদর উপজেলার মহিষখোলা গ্রামে (বর্তমান নূর মোহাম্মদ নগরে) জন্মগ্রহণ করেন।হাফিজুল নিলু/এসএস/এমএস