সাতক্ষীরার দেবহাটায় শাহানা আক্তার কেয়া (৩৫) নামে এক গৃহবধূকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার রাতে দেবহাটা উপজেলার বহেরা গ্রামের ভাড়াবাড়ি থেকে তার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার মরদেহের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। তিনি উপজেলার খেজুরবাড়ি গ্রামের আনোয়ারুল ইসলামের দ্বিতীয় স্ত্রী। নিহতের ভাই সেলিম রেজা সবুজ জানান, তার বোনকে পিটিয়ে ও শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। দেবহাটা থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) জাকারিয়া জাগো নিউজকে বলেন, দেবহাটা উপজেলার বালিয়াডাঙ্গা গ্রামের রেজা আলী সরদারের মেয়ে শাহানা আক্তার কেয়া কয়েক বছর আগে তার প্রথম স্বামীর কাছ থেকে তালাকপ্রাপ্ত হন। ৬ মাস আগে তিনি খেজুরবাড়ি গ্রামের আনোয়ারুল ইসলামের সঙ্গে দ্বিতীয় বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে বহেরা এলাকার একটি ভাড়া বাড়িতে থাকতেন। দাম্পত্য জীবনে তাদের মধ্যে ঝগড়া বিবাদ লেগেই থাকতো। ধারণা করা হচ্ছে স্ত্রীকে পিটিয়ে ও শ্বাসরোধ করে হত্যার পর ঘরের সিলিং ফ্যানের সঙ্গে ঝুলিয়ে দেয়া হয়েছে। ঘটনার পর থেকে তার স্বামী আনোয়ারুল পলাতক রয়েছে।এসএস/এমএস