দেশজুড়ে

বরিশালে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে দুদকের ৪ মামলা

অর্থ আত্মসাতের অভিযোগে ঝালকাঠী সদর উপজেলার গাভা রামচন্দ্রপুর ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম খান লিটনের বিরুদ্ধে চারটি মামলা দায়ের করেছে বরিশাল দুর্নীতি দমন কমিশন (দুদক)। চারটির মধ্যে ঝালকাঠী সদর থানায় তিনটি এবং বরিশাল কোতয়ালী মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। মামলা চারটিতে ইউপি চেয়ারম্যান ছাড়াও ঝালকাঠী সদর উপজেলা প্রকল্প কর্মকর্তাসহ আরো তিনজনকে আসামি করা হয়েছে। মামলার চারটির বাদি বরিশাল দুদকের উপ-সহকারী পরিচালক মো. জসিম উদ্দিন গাজী শুক্রবার দুপুরে এ বিষয়টি নিশ্চিত করেছেন।আসামিরা হলেন, গাভা রামচন্দ্রপুর ইউনিয়নের চেয়ারম্যান আমিনুল ইসলাম খান লিটন, সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. কামরুজ্জামান এবং ইউপি সদস্য মো. হাবিবুর রহমান। এর মধ্যে আমিনুল ইসলাম খান লিটনকে চারটি মামলায় এবং কামরুজ্জামান ও হাবিবুর রহমানকে একটি করে মামলায় আসামি করা হয়েছে।  মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, গাভা রামচন্দ্রপুর ইউনিয়নে পৃথক তিনটি উন্নয়ন কাজ না করে এবং গাছ বিক্রির টাকা থেকে মোট ৬ লাখ ৯৭ হাজার ১৮৯ টাকা আত্মাসাত করেছেন ইউপি চেয়ারম্যান লিটন। উল্লেখিত উন্নয়ন কাজের প্রকল্প সভাপতি ও প্রকল্প তদারকারী হিসাবে সংযুক্ত থাকায় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা কামরুজ্জামান ও ইউপি সদস্য হাবিবুর রহমানকে আসামি করা হয়। এর মধ্যে গাভা রামচন্দ্রপুর ইউনিয়নের দশ কাহনিয়া কালাম করনীকের বাড়ি থেকে ভারুকাঠী মাধ্যমিক বিদ্যালয় পর্যন্ত সড়ক সংস্কারের জন্য কাবিখা প্রকল্প থেকে ৬ মেট্রিক টন চাল বরাদ্দ দেয়া হয়েছিল। কিন্ত কোনো কাজ না করেই চালের মূল্য বাবদ দুই লাখ দুই হাজার ৮৩০ টাকা আত্মসাত করেছেন ইউপি চেয়ারম্যান। আত্মসাতের সহায়তা করায় প্রকল্পের তদারকের দায়িত্ব পালনকারী উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা কামরুজ্জামানকেও এ মামলায় অভিযুক্ত করা হয়। ইউনিয়নের পাম্প হাউজের ট্যাক্স বাবদ পানি উন্নয়ন বোর্ডের বরাদ্দ তিন লাখ ৯৪ হাজার টাকা আত্মসাতের অভিযোগে চেয়ারম্যান আমিনুল ইসলাম লিটনকে একমাত্র আসামি করে অপর মামলাটি দায়ের করা হয়। ইউনিয়ন পরিষদের সীমানা গেট থেকে কালিমন্দির পর্যন্ত সড়কের ইটের সলিং কাজ পুরোপুুরি না করে ১৮ হাজার ৮৬৯ টাকা আত্মাসাতের অভিযোগে দায়ের করা মামলায় ইউপি চেয়ারম্যান ছাড়াও ইউপি সদস্য মো. হাবিবুর রহমানকে আসামি করা হয়।এছাড়া ইউনিয়ন বনায়নের গাছ বিক্রি করে ৮১ হাজার ৪৯০ টাকা আত্মসাত করায় চেয়ারম্যান লিটনকে একমাত্র আসামি করে অপর মামলাটি দায়ের করে দুদক।বনায়নের গাছ বিক্রির টাকা জনতা ব্যাংক বরিশাল নগরীর নতুন বাজার শাখার মাধ্যমে লেনদেন করায় কোতয়ালী মডেল থানায় বুধবার মামলাটি দায়ের করা হয়। প্রসঙ্গত, আসন্ন ইউনিয়ন নির্বাচনে আওয়ামী লীগের সমর্থন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে চেয়ারম্যান পদে নির্বাচনের সিদ্ধান্ত নিয়েছেন আমিনুল ইসলাম খান লিটন।সাইফ আমীন/এআরএ/এমএস