দেশজুড়ে

গৌরীপুরে ট্রেন দুর্ঘটনায় আহত ২০

গৌরিপুর রেলস্টেশনের ঢুকার সময় ময়মনসিংহগামী যাত্রীবাহী লোকাল ট্রেনের দুইটি বগি ও ইঞ্জিন লাইনচ্যুত হয়েছে।এসময় ট্রেনের ছাদ থেকে পড়ে অন্তত ২০ জন যাত্রী আহত হয়। ফলে জারিয়া-ঝাঞ্জাইল, চট্টগ্রাম, মোহনগঞ্জ তিনটি রেলপথের যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে।শুক্রবার দুপুরে এ দুর্ঘটনা ঘটে।গুরুতর আহত দুইজনকে গৌরীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নেয়া হয়। এছাড়া ময়মনসিংহ মেডিকেলে আরো সাতজনকে নেয়া হয়েছে।প্রত্যক্ষদর্শীরা জানান, ট্রেনের ইঞ্জিনটি ১নং লাইনে ঢুকার পর সিগন্যাল থেকে ২নং লাইনে দেয়ায় এ দুর্ঘটনা ঘটে। ইঞ্জিন ১নং লাইনে ও বগি ২নং লাইনে চলে যাওয়ায় দুইটি রেলপথের ক্রসিং পয়েন্ট ও আউটার সিগন্যালের খুঁটিও ভেঙে যায়।ট্রেনের পরিচালক এজে খান জানান, ইঞ্জিন ও চারটি বগিতে প্রায় চারশত যাত্রী নিয়ে ট্রেনটি মোহনগঞ্জ থেকে ছেড়ে আসে। গৌরীপুর জংশনের ক্রসিং পয়েন্টে ২৮০৯নং ইঞ্জিন ও ১৮২৭নং বগি দুর্ঘটনায় দুমড়ে-মুচড়ে যায়। এ রিপোর্ট লেখা পর্যন্ত উদ্ধারকারী ট্রেনটি ঘটনাস্থলে পৌঁছেনি।আতাউল করিম খোকন/এআরএ/এমএস