রাজশাহীর পুঠিয়ায় ভারতীয় জাল রুপিসহ দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ। তাদের কাছ থেকে ভারতীয় জাল ৫০০ রুপির ২০০টি নোট (এক লাখ রুপি) উদ্ধার করা হয়েছে। শুক্রবার ভোরে উপজেলার ঝলমলিয়ায় যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।গ্রেফতারকৃতরা হলেন, চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার কালীগঞ্জ গ্রামের কোমর উদ্দিনের ছেলে সাদেকুলইসলাম (৪০) ও একই গ্রামের সেহের আলী সেন্টু (৫০)।পুঠিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান জানান, শুক্রবার ভোরে এসআই মোজাম্মেল হক ফোর্স নিয়ে পুঠিয়া উপজেলার ঝলমলিয়া পুলিশ চেকপোস্টে ডিউটি করছিলেন। এসময় চাঁপাইনবাবগঞ্জ থেকে সিলেটগামী শ্যামলী পরিবহন (ঢাকা মেট্রো-ব-১৪-১৭৮৮) বাসে তল্লাশি করে রুপিগুলোসহ ওই দুইজনকে গ্রেফতার করা হয়।এ ব্যাপারে পুঠিয়া থানায় মামলা দায়ের করা হয়েছে। গ্রেফতারকৃতদের শনিবার সকালে আদালতে পাঠানো হবে বলেও জানান তিনি।শাহরিয়ার অনতু/এআরএ/এমএস