দেশজুড়ে

ফেনীতে দুই মাদক কারবারির যাবজ্জীবন

ফেনীতে দুই মাদক কারবারির যাবজ্জীবন

ফেনীতে মাদক মামলায় দুজনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। বুধবার (১ ফেব্রুয়ারি) অতিরিক্ত জেলা ও দায়রা জজ (১ম আদালত) সৈয়দ মো. কায়সার মোশাররফ ইউসুফ এ আদেশ দেন।

Advertisement

আসামিদের মাদকদ্রব্যে আইনের অন্য দুটি ধারায় দুই বছর ও এক বছর করে কারাদণ্ড এবং দুই হাজার ও এক হাজার টাকা করে অর্থদণ্ড অনাদায় আরও ১৫ দিন করে বিনাশ্রম কারাদণ্ড দেন।

দণ্ডপ্রাপ্ত দুই আসামি হলেন- কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার মোহাম্মদ ইকবাল হোসেন (৩৫) ও একই উপজেলার বাসিন্দা মো. মোশারফ হোসেন সোহেল (৩০)। রায় ঘোষণার সময় আসামি আদালতে অনুপস্থিত ছিলেন। মামলায় বেলাল হোসেন নামে এক অটোরিকশাচলককে খালাস দেওয়া হয়।

আরও পড়ুন: যাবজ্জীবন অর্থ আমৃত্যু কারাদণ্ড

Advertisement

আদালতের সরকারি কৌঁসুলি (এপিপি) দ্বিজেন্দ্র কুমার কংশ বণিক রায় জানান, ২০১১ সালের ৩০ মে রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনী সদর উপজেলার ফতেহপুর রেলক্রসিং এলাকার একটি অটোরিকশা তল্লাশি করে ২১ বোতল ফেনসিডিল, সাত বোতল বিয়ার ও এক কেজি গাঁজাসহ তিনজনকে গ্রেফতার করে পুলিশ। এ ঘটনায় ফেনী মডেল থানার এএসআই মোহাম্মদ আবু হানিফ বাদী হয়ে মাদকদ্রব্য আইনে একটি মামলা করেন। একই বছর ২৩ আগস্ট তদন্ত শেষে আদালতে তিনজনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন। মামলায় ছয়জনের সাক্ষ্যগ্রহণ শেষে বুধবার এ রায় ঘোষণা করেন।

আবদুল্লাহ আল-মামুন/আরএইচ/এএসএম