জাতীয়

হজ কর্মকর্তা-কর্মচারীদের প্রশিক্ষণ সম্পন্ন

আশকোনা হজ অফিসে হজযাত্রীদের প্রাক-নিবন্ধন বিষয়ে সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের প্রশিক্ষণ শুরু হয়েছে। বৃহস্পতিবার ধর্মমন্ত্রী অধ্যক্ষ মো. মতিউর রহমান দুই দিনব্যাপী এ প্রশিক্ষণের উদ্বোধন করেন। শুক্রবার বিকেল পর্যন্ত চলে এই প্রশিক্ষণ কর্মশালা।অনুষ্ঠান উদ্বোধনকালে ধর্মমন্ত্রী বলেন, প্রত্যেক হজযাত্রী যেন সহজে, নির্বিঘ্নে ও স্বচ্ছতার মাধ্যমে হজের নিবন্ধন করতে পারেন সে জন্য আমরা ধর্ম মন্ত্রণালয়, হজ অফিস, ডিসি অফিস, ইসলামিক ফাউন্ডেশন, হাব, ইউনিয়ন ডিজিটাল সেন্টারসহ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর প্রতিনিধিদের প্রশিক্ষণের ব্যবস্থা গ্রহণ করেছি।’ মন্ত্রী এ সময় প্রশিক্ষণ কার্যক্রম ছাড়াও হজ-সংক্রান্ত তথ্যসেবা দিতে হজ অফিসে প্রথমবারের মতো স্থাপিত কল সেন্টারের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন।আরএম/একে/এমএস