ক্যাম্পাস

জাবিতে লিও ক্লাবের নতুন কমিটি

লিও ক্লাব অব লিবার্টি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ও লিও ক্লাব অব ঢাকা লিবার্টির বার্ষিক সাধারণ সভায় ২০১৬ সালের জন্য নতুন কামিটি ঘোষণা করা হয়েছে। শুক্রবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান অনুষদের গ্যালারিতে আয়োজিত এক অনুষ্ঠান থেকে নতুন কমিটির ঘোষণা দেয়া হয়।জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় লিও ক্লাবের সভাপতি লিও শফিকুল ইসলাম ও লিও ফাহাদ আরেফিনকে সাধারণ সম্পাদক করা হয়েছে। এছাড়া আসাদুজ্জামান আসাদকে সভাপতি ও আব্দুর রহিমকে সাধারণ সম্পাদক করে লিও ক্লাব অব ঢাকা লিবার্টির নতুন কমিটি গঠন করা হয়েছে।কমিটির অন্য সদস্যরা হলেন- লিও শহিদুল্লাহ সুমন (যুগ্ম-সম্পাদক), নুসরাত জাহান মৌ (যুগ্ম-সম্পাদক), ও মনিরুজ্জামান মনির (যুগ্ম-সম্পাদক), লিও কাউছার আহমেদ সোহান (যুগ্ম-সম্পাদক), লিও জাহিদুল ইসলাম (কোষাধ্যক্ষ), লিও নাসির উদ্দিন লিখন (যুগ্ম-কোষাধ্যক্ষ) লিও আতিকুল ইসলাম (যুগ্ম-কোষাধ্যক্ষ), লিও আব্দুর রহীম সিহাব (টেমার), লিও ইসরাত জাহান টিওলিপ (যুগ্ম টেমার)।এছাড়া সদস্য করা হয়েছে লিও মেহেদী হাসান, লিও ওমর হোসাইন, লিও রেজাউল ইসলাম, লিও শৌরভি, লিও রাহুল মণ্ডল, লিও টানসুরি হাজং লিও রাইহান গাজী ও ইমন।অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- সাবেক সভাপতি মো. আরিফুল ইসলাম, মো. লোকমান হোসাইন, মো. হাবিব উল্লাহ হাবিব, তোফায়েল আহমেদ, সাংবাদিক সমিতির সভাপতি বেলাল হোসেন রাহাত, সাধারণ সম্পাদক মওদুদ আহমেদ সুজন প্রমুখ।হাফিজুর রহমান/এনএফ/এমএস