চট্টগ্রামের বাঁশখালীতে আলী নেওয়াজ চৌধুরী ইরানের মালিকানা ‘এনটিবি ব্রিকস্’ নামের ইটভাটাকে এক লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারি) দুপুরে চাম্বল ইউনিয়নের ওই ইটভাটায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট খোন্দকার মাহমুদুল হাসান ভ্রাম্যমাণ আদালতে এ অভিযান পরিচালনা করেন।
লোকালয় থেকে ১ কিলোমিটারের কম দূরত্বে ইট ভাটা স্থাপন, ইট পোড়াতে কাঠ ব্যবহার এবং কৃষি জমির মাটি ইট-ভাটায় ব্যবহার করা করে বলে প্রমাণ পায় ভ্রাম্যমাণ আদালত। আলী নেওয়াজ চৌধুরী ইরান জামায়াতের নেতা হলেও তিনি কোন পদে রয়েছেন সে বিষয়ে নিশ্চিত হওয়া যায়নি।
সহকারী কমিশনার (ভূমি) খোন্দকার মাহমুদুল হাসান বলেন, চাম্বল ইউনিয়নের এনটিবি ব্রিকস নামের ইটভাটায় কৃষি জমির মাটি দিয়ে ইট তৈরি করা হচ্ছিল। পাশাপাশি ইট পোড়াতে কাঠ ব্যবহার করছিল ইটভাটাটিতে। এজন্য ইটভাটা মালিক আলী নেওয়াজ চৌধুরী ইরানকে এক লাখ টাকা জরিমানা করা হয়।
ইকবাল হোসেন/এমআরএম/জেআইএম