চাকরিতে প্রবেশের বয়সসীমা বৃদ্ধির দাবিতে শাহবাগে সড়ক অবরোধকারী ১৩ শিক্ষার্থীকে আটক করেছে পুলিশ। শুক্রবার সন্ধ্যায় সড়ক অবরোধ শেষে ফেরার পথে তাদের আটক করা হয়।এর আগে শুক্রবার বিকেল ৩টা থেকে রাত ৯ টা পর্যন্ত অবস্থান করেছিল বলে দাবি শিক্ষার্থীদের। তবে আটকের বিষয়ে পুলিশের দাবি, রাস্তা অবরোধ করে জনদুর্ভোগ তৈরি করায় তাদের আটক করা হয়েছে।বাংলাদেশ সাধারণ ছাত্র পরিষদের সদস্য সাব্বার জানান, চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৫ করার দাবিতে শাহবাগে অবস্থান করে হাজারো শিক্ষার্থী। তবে পুলিশ শান্তিপূর্ণ কর্মসূচিতে বাধা দেয়।এসময় সংগঠনের সভাপতি ইমতিয়াজ হোসেন, সাধারণ সম্পাদক সঞ্জয় দাস, সহ-সভাপতি জুলফিকার আলিসহ কমপক্ষে ১৫ জনকে আটক করেছে পুলিশ। নেতাদের আটকের পর আমরা রাত ৯টায় মোমবাতি প্রজ্জ্বলনের মধ্য দিয়ে আজকের কর্মসূচি শেষ করেছি। পরবর্তী কর্মসূচি পরামর্শ করে জানিয়ে দেয়া হবে।এদিকে, আটকের বিষয়টি নিশ্চিত করেছেন শাহবাগ থানার ইন্সপেক্টর (তদন্ত) আবু জাফর। তিনি জাগো নিউজকে জানান, শুক্রবার বিকেল ৫টার দিকে শিক্ষার্থীরা শাহবাগের সড়ক অবরোধ করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়। শিক্ষার্থীদের অবরোধের কারণে আধাঘন্টা ভোগান্তিতে পড়েন ওই এলাকা দিয়ে যাতায়াতকারী সাধারণ যাত্রীরা। জনদুর্ভোগ তৈরি করায় ১৩ ছাত্রকে আটক করা হয়েছে। জিজ্ঞাসাবাদ শেষে তাদের ছেড়ে দেয়া হবে বলেও জানান তিনি।জেইউ/এসকেডি