ক্যাম্পাস

বেরোবি শিক্ষার্থীদের সঙ্গে বহিরাগতদের ধাওয়া-পাল্টা ধাওয়া

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) শিক্ষার্থীদের সঙ্গে বহিরাগতদের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এসময় নিক্ষেপ করা ইটপাটকেলের আঘাতে তিনজন শিক্ষার্থী আহত হয়েছেন।

Advertisement

বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৮টায় বিশ্ববিদ্যালয়ের সামনে পার্কের মোড় এলাকায় এ ঘটনা ঘটে। আহত শিক্ষার্থীরা হলেন- ম্যানেজমেন্ট বিভাগের ফারুক, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী মাসুদ ও আহত অপর শিক্ষার্থীর পরিচয় জানা যায়নি।

>> অনিশ্চয়তা নিয়ে হল ছাড়ছেন শিক্ষার্থীরা

জানা যায়, মঙ্গলবার (৩১ জানুয়ারি) ক্যাম্পাসে আয়োজিত পিঠা উৎসবে এক ছাত্রীকে ইভটিজিং করায় বহিরাগতদের সঙ্গে শিক্ষার্থীদের কথা কাটাকাটি হয়। ওই ঘটনার জের ধরে আজ (বৃহস্পতিবার) সন্ধ্যায় এক শিক্ষার্থীতে তুলে নিয়ে যায় বহিরাগতরা। বিষয়টি জানাজানি হলে শিক্ষার্থীদের সঙ্গে বহিরাগতদের ধাওয়া-পাল্টা ধাওয়া শুরু হয়। দুই পক্ষই ইটপাটকেল নিক্ষেপ করে। এসময় তিনজন শিক্ষার্থী আহত হন। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে টিয়ার সেল নিক্ষেপ করে।

Advertisement

>> মধ্যরাতে চারুকলায় অভিযান, ছাত্র হোস্টেল থেকে ছাত্রী আটক

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর গোলাম রব্বানী বলেন, ক্যাম্পাসে উত্তেজনা পরিস্থিতি সৃষ্টি হয়েছে শুনে এসেছি। পরিস্থিতি শান্ত করার চেষ্টা করছি।

রংপুর মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার আবু মারুফ হোসেন বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আমরা দুই রাউন্ড টিয়ার শেল ব্যবহার করেছি। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Advertisement