সাবেক সমাজকল্যাণ মন্ত্রী, জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও মুক্তিযুদ্ধের সংগঠক এনামুল হক মোস্তফা শহীদের প্রথম নামাজে জানাজা শুক্রবার সকাল ১১টায় হবিগঞ্জে কেন্দ্রীয় ইদগাহে অনুষ্ঠিত হয়েছে। জানাজায় ইমামতি করেন কেন্দ্রীয় ঈদগাহের খতিব মাওলানা গোলাম মোস্তফা নবীনগরী। এর আগে সাবেক মন্ত্রীর মরদেহ হেলিকপ্টারযোগে ঢাকা থেকে হবিগঞ্জ নিউফিল্ডে আনা হয়। এসময় মরদেহের সঙ্গে ছিলেন জেলা আওয়ামী লীগ সভাপতি অ্যাডভোকেট মো. আবু জাহির এমপি, আমাতুল কিবরিয়া কেয়া চৌধুরী এমপিসহ নেতৃবৃন্দ। পরে তাকে ঈদগাহ ময়দানে গার্ড অব অনার দেয়া হয়। জানাজা শেষে মোস্তফা শহীদের মরদেহ নেয়া হয় শহরের পুরাতন হাসপাতাল সড়কের তার বাসভবনে। এরপর তার নির্বাচনী এলাকা মাধবপুর ও চুনারুঘাটে জানাজা শেষে বিকেলে নিজ গ্রাম শায়েস্তাগঞ্জের কুটিরগাঁওয়ে নেয়া হয়। সেখানে বিকেল ৫টায় সর্বশেষ জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। জানাজায় অংশ নেন কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মিজবাহ উদ্দিন সিরাজ, সাবেক চিফ হুইপ ও মৌলভীবাজার জেলা আওয়ামী লীগের সভাপতি উপাধ্যক্ষ আব্দুস শহীদ এমপি, হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মো. আবু জাহির এমপি, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো. আব্দুল মজিদ খান এমপি, অ্যাডভোকেট মাহবুব আলী এমপি, সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী, মৌলভীবাজার জেলা পরিষদের প্রশাসক আজিজুর রহমানসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ। প্রসঙ্গত,গত বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টায় তিনি রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।সৈয়দ এখলাছুর রহমান খোকন/এসকেডি