ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) স্থায়ী সদস্য ও সময় টেলিভিশনের বার্তাপ্রধান মুজতবা দানিশের বিরুদ্ধে রংপুরে করা ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় পুলিশি হয়রানির ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে ডিআরইউ।
Advertisement
বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারি) ডিআরইউ সভাপতি মুরসালিন নোমানী ও সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল এক বিবৃতিতে এ উদ্বেগ প্রকাশ করেন।
বিবৃতিতে বলা হয়, রাষ্ট্রের স্পর্শকাতর বিষয়ের সুরক্ষায় ডিজিটাল নিরাপত্তা আইন করা হলেও তার লক্ষ্য বস্তুতে পরিণত হচ্ছেন সাংবাদিকরা। এই আইনের অপপ্রয়োগ করে সাংবাদিকদের নানাভাবে হয়রানি করা হচ্ছে। ডিআরইউ আগের মতোই ডিজিটাল নিরাপত্তা আইনের হয়রানিমূলক ধারা বাতিলের দাবিতে সোচ্চার রয়েছে।
অবিলম্বে সাংবাদিকদের বিরুদ্ধে এ ধরনের হয়রানিমূলক তৎপরতা বন্ধের পাশাপাশি ডিজিটাল নিরাপত্তা আইনে থাকা সাংবাদিক নিবর্তনের ধারাগুলো বাতিলের জোর দাবি জানান ডিআরইউ নেতারা।
Advertisement
এনএইচ/আরএডি