দেশজুড়ে

রাজশাহীতে চাঁদাবাজির সময় ছাত্রলীগ নেতাসহ আটক ২

রাজশাহীতে মদ্যপ অবস্থায় চাঁদাবাজির সময় দুই ছাত্রলীগ নেতাকে আটক করে পুলিশে সোপর্দ করেছেন হোটেল মালিক ও তার কর্মচারীরা।শুক্রবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে।আটককৃতরা হলেন, রাজশাহী মহানগর ছাত্রলীগের সহ-সভাপতি রমজান আলী জনি ও কর্মী সাগর।নগরীর লক্ষ্মীপুর এলাকার মাস্টারসেফ বাংলা রেস্তোরাঁর মালিক শফিকুজ্জামান সুজন জানান, রাত সাড়ে ১২টার দিকে মদ্যপ অবস্থায় এসে জনি ও সাগর চাঁদা দাবি করে। এসময় চাঁদা দিতে অস্বীকার করায় জনি ও সাগর তার ব্যবসায়ী পার্টনার নিজাম হোসেন রানার মোটরসাইকেল এবং হোটেলের আসবাবপত্র ভাঙচুর করে। একপর্যায়ে স্থানীয় লোকজন এবং হোটেল কর্মচারীদের সহযোগিতায় তাদের আটক করে পুলিশে সোপর্দ করা হয়।এ ব্যাপারে রাজপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুর রহমান জানান, আটককৃতদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। সুস্থ হওয়ার পর তাদের জিঙ্গাসাবাদ করা হবে।জানা গেছে, এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন হোটেল মালিক সুজন।শাহরিয়ার অনতু/এসকেডি