জাতীয়

আজকের এই দিনে : ২৭ ফেব্রুয়ারি ২০১৬

১৮৫৮ খ্রিস্টাব্দের এই দিনে ইস্ট ইন্ডিয়া কোম্পানি ঝাঁসি দখল করে।১৮৬৫ খ্রিস্টাব্দের এই দিনে মিসৌরিতে গৃহযুদ্ধ শুরু হয় ।১৮৭৪ খ্রিস্টাব্দের এই দিনে ব্রিটেনে প্রথম বেসবল খেলা শুরু হয়।১৮৮১ খ্রিস্টাব্দের এই দিনে ওলন্দাজ গণিতবিদ লাউৎসেন এখবার্টস ইয়ান ব্রাউয়ার এর জন্ম।১৯০০ খ্রিস্টাব্দের এই দিনে ম্যাকডোনাল্ডের নেতৃত্বে ব্রিটিশ লেবার পার্টি প্রতিষ্ঠা।১৯১২ খ্রিস্টাব্দের এই দিনে ইংরেজ ঔপন্যাসিক ও কবি লরেন্স ডারেলের জন্ম।১৯৩৩ খ্রিস্টাব্দের এই দিনে কমিউনিস্ট ষড়যন্ত্রের অজুহাতে জার্মান নাৎসিরা রাইখস্টাগে অগ্নিসংযোগ করে।১৯৩৬ খ্রিস্টাব্দের  এই দিনে সোভিয়েত বিজ্ঞানী ইভান পাভলভ মৃত্যুবরণ করেন।১৯৩৯ খ্রিস্টাব্দের এই দিনে রুশ বিপ্লবী ও লেনিনের জীবনসঙ্গিনী নাদেজদা ক্রুপস্কায়া মৃত্যুবরণ করেন।১৯৩৯খ্রিস্টাব্দের এই দিনে ব্রিটেন ও ফ্রান্স স্পেনের জেনারেল ফ্রাংকোর গণবিরোধী সরকারকে স্বীকৃতি দেয়।১৯৪০ খ্রিস্টাব্দের  এই দিনে ভারতীয় চিত্রশিল্পী ভি বিশ্বনাধন জন্মগ্রহণ করেন।১৯৪০ খ্রিস্টাব্দের এই দিনে জার্মান স্থপতি পিটার বারনেসের মৃত্যু।১৯৪২ খ্রিস্টাব্দের এই দিনে জাপানী জঙ্গী বিমানগুলো মিত্র বাহিনীর জাহাজগুলোর ওপর বোমা বর্ষণ শুরু করে।১৯৬৭ খ্রিস্টাব্দের  এই দিনে মহাশূন্যে পারমাণবিক অস্ত্র নিষিদ্ধকরণ চুক্তি স্বাক্ষর।১৯৭৩ খ্রিস্টাব্দের এই দিনে বাংলাদেশ আণবিক শক্তি কমিশন গঠিত হয়।১৯৯১ খ্রিস্টাব্দের এই দিনে প্রথম তত্ত্বাবধায়ক সরকারের অধীনে বাংলাদেশের ৫ম জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। ২০০২ খ্রিস্টাব্দের  এই দিনে ভারতের গুজরাটে  হিন্দু কট্টরপন্থীদের বহনকারী ট্রেনে উগ্রবাদীদের অগ্নিসংযোগ। দগ্ধ হয়ে ১৫টি শিশুসহ ৭০ জনের মত নিহত।এইচআর/এমএস