দেশজুড়ে

মানিকগঞ্জে ট্রাকচাপায় হেলপার নিহত

মানিকগঞ্জের সিংগাইর উপজেলার বলধরা ইউনিয়নের বড়বাকা দক্ষিণপাড়া এলাকায় ট্রাকচাপায় হাবিল মিয়া (১৪) নামে এক হেলপার নিহত হয়েছে। শনিবার সকালে এ দুর্ঘটনা ঘটে। নিহত হাবিল মিয়া ওই গ্রামের রিকশাচালক আমিনুর রহমানের ছেলে।নিহতের বাবা আমিনুর রহমান জানান, তার ছেলে ট্রাকে হেলপারি করতো। শনিবার সকাল সাড়ে ৮টার দিকে ট্রাকে ওঠার সময় হাত ছুটে নিচে পড়ে চাকায় পিষ্ট হয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। বি.এম খোরশেদ/এসএস/এমএস