বিদেশি কর্মী নিয়োগের জন্য মালয়েশিয়ার স্থানীয়দের বরখাস্ত করা হলে নিয়োগকর্তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন দেশটির মানবসম্পদ মন্ত্রী ভি শিবকুমার।
Advertisement
শনিবার (৪ ফেব্রুয়ারি) সোশ্যাল সিকিউরিটি অর্গানাইজেশনের (সকসো) একটি প্রোগ্রামে এই কথা জানান তিনি।
মালয়েশিয়ার মানবসম্পদ মন্ত্রী বলেন, সরকার যদি দেখতে পায়, বিদেশিদের জন্য স্থানীয় শ্রমিকরা তাদের কাজ হারিয়েছেন, তাহলে কোনো অজুহাত গ্রহণ করা হবে না। নিয়োগকর্তার বিরুদ্ধে নেওয়া হবে কঠোর ব্যবস্থা।
আরও পড়ুন: মালয়েশিয়ায় ৩ সেক্টরে দ্রুত বিদেশি কর্মী নিয়োগের তাগিদ
Advertisement
তিনি বলেন, বিদেশি কর্মী নিয়োগে সরকারের শিথিলতায় বিদেশি শ্রমিকদের সঙ্গে স্থানীয়দের প্রতিস্থাপন করা ঠিক নয়।
মালয়েশিয়ার মানবসম্পদ মন্ত্রী ভি শিবকুমার
এদিকে বেশ কয়েকটি সংস্থা দাবি করেছে, ম্যানুফ্যাকচারিং, নির্মাণ, বৃক্ষরোপণ, কৃষি এবং পরিষেবার মতো গুরুত্বপূর্ণ খাতে বিদেশি কর্মী নিয়োগের জন্য মালয়েশিয়ার শ্রমিকদের ছাঁটাই করা হয়েছিল।
আরও পড়ুন: বিদেশি কর্মী নিয়োগে শর্ত শিথিল করলো মালয়েশিয়া
Advertisement
করোনার সময় ও পরবর্তীতে স্থানীয়দের নিয়োগের ক্ষেত্রে প্রাধান্য দেওয়ার নিয়ম করে মালয়েশিয়ার সরকার। এক্ষেত্রে স্থানীয় কর্মী পাওয়া না গেলে বিদেশিদের নিয়োগের অনুমতি দেওয়া হয়।
এরমধ্যে অভিবাসী শ্রমিকদের চাহিদা মেটাতে এক বৈঠকে বিদেশি কর্মী নিয়োগে বিধিনিষেধ শিথিল করে মালয়েশিয়ার সরকার। ১০ জানুয়ারির ওই বৈঠকে দেশটির প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম উপস্থিত ছিলেন।
আরও পড়ুন: মালয়েশিয়ায় বিদেশি কর্মীদের বৈধতা: সিন্ডিকেট এড়িয়ে চলার পরামর্শ
জেডএইচ/এমএস