জাতীয়

যাত্রাবাড়ী থেকে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

মাদক মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত এক আসামিকে গ্রেফতার করেছে র‌্যাব। তার নাম মো. আল মমিন বাবু (৩২)।

রাজধানীর যাত্রাবাড়ী থেকে তাকে গ্রেফতার করা হয়। তিনি পলাতক ছিলেন। রোববার (৫ ফেব্রুয়ারি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় র‌্যাব-৩।

আরও পড়ুন: প্রেমিকাকে বাসায় ডেকে এনে স্ত্রীকে সঙ্গে নিয়ে হত্যা

এতে বলা হয়, শনিবার রাতে যাত্রাবাড়ী থেকে আল মমিন বাবুকে গ্রেফতার করা হয়।

র‌্যাব জানায়, মামলার পর থেকে দেশের বিভিন্ন এলাকায় স্থান পরিবর্তন করে পলাতক জীবন যাপন করে আসছিলেন আল মমিন বাবু।

আরএসএম/জেডএইচ/এমএস