আন্তর্জাতিক

আফগানিস্তানে আত্মঘাতী হামলায় নিহত ১১

আফগানিস্তানের কুনার প্রদেশে আত্মঘাতী বোমা হামলায় কমপক্ষে ১১ জন নিহত হয়েছে। আহত হয়েছেন আরো ৪০ জন। শনিবার সকালে দেশটির পূর্বাঞ্চলের পাকিস্তান সীমান্তের কাছে এ হামলার ঘটনা ঘটেছে। খবর এক্সপ্রেস ট্রিবিউনের।প্রদেশের গভর্নরের মুখপাত্র গনি মোসামেম জানান, হামলাকারী মোটরসাইকেলে করে প্রদেশের রাজধানী আসাদাবাদের একটি বাজারে আত্মঘাতী বোমার বিস্ফোরণ ঘটায়। এতে ১১ জনের প্রাণহানি ঘটেছে। হতাহতদের মধ্যে বেসামরিক নাগরিক ও শিশু রয়েছে। নিহতদের মধ্যে একজন আফগান মিলিশিয়া কমান্ডার রয়েছেন। গত বছর তিনি তালেবান বিরোধী বেশ কয়েকটি অভিযানে নেতৃত্ব দেন। তবে এ হামলার দায় এখনো কেউ স্বীকার করেনি।এসআইএস/এমএস