দেশজুড়ে

হরিণের মাংস উদ্ধারে গিয়ে হামলার শিকার বন কর্মকর্তাসহ ৪

মোংলায় হরিণের মাংস উদ্ধার করতে গিয়ে শিকারিদের হামলায় আহত হয়েছেন বন বিভাগের স্টেশন কর্মকর্তাসহ চার সদস্য।

সুন্দরবন পূর্ব বনবিভাগের চাঁদপাই রেঞ্জের জিউধারা স্টেশন অফিসার মো. শাহজাহান জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে রোববার বিকেল ৫টার দিকে সুন্দরবন সংলগ্ন বৈদ্যমারী-বাঁশতলা এলাকার সুন্দরবনের ইসহাকের চিলা নামকস্থানে অভিযান চালানো হয়। ওই সময় চোরা হরিণ শিকারিদের একটি নৌকা আটক করা হয়। পরে নৌকাটিতে তল্লাশি চালিয়ে দুটি পাসহ ২০ কেজি হরিণের মাংস, দুই হাজার ফুট হরিণ শিকারের ফাঁদ, একটি দা ও একটি ছুরি জব্দ করা হয়। পরে চোরা শিকারিদের আটক করতে গেলে তারা নৌকার বৈঠা দিয়ে আঘাত করে বন কর্মকর্তা শাহজাহানসহ তার সঙ্গে থাকা তিন বন প্রহরীকে পিটিয়ে গুরুতর আহত করে পালিয়ে যায়।

আরও পড়ুন: মোংলায় বিক্রি করতে আনা সুন্ধী কচ্ছপ উদ্ধার

তিনি আরও বলেন, এ ঘটনায় সি-বন মামলা দায়েরের প্রস্তুতি চলছে। এছাড়া পালিয়ে যাওয়া আসামিদের আটকের জন্য অভিযান অব্যাহত রয়েছে।

আবু হোসাইন সুমন/জেএস/জিকেএস