দেশজুড়ে

টাঙ্গাইলে কাভার্ডভ্যানচাপায় প্রাণ গেলো বৃদ্ধের

টাঙ্গাইলে কাভার্ডভ্যানচাপায় প্রাণ গেলো বৃদ্ধের

টাঙ্গাইলের কালিহাতীতে কাভার্ডভ্যানের চাপায় আব্দুল হালিম ফকির (৬০) নামের এক ইজিবাইক যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও এক যাত্রী।

Advertisement

মঙ্গলবার (৭ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৬ টায় ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের উপজেলার গোহালিয়াবাড়ী ইউনিয়নের যোকারচর বাসস্ট্যান্ডে এ দুর্ঘটনা ঘটে। নিহত আব্দুল হালিম ফকির উপজেলার যোকারচর এলাকার মৃত আহমদ ফকিরের ছেলে। আহত যাত্রী হলেন, গোহালিয়াবাড়ী এলাকার মো. নজরুলের ছেলে জাহিদুল ইসলাম (২৩)।

আরও পড়ুন: টাঙ্গাইলে ৫ প্রতারণা মামলায় জামিন পেলেন ইভ্যালির রাসেল

স্থানীয়রা জানান, ঢাকাগামী একটি ফলভর্তি কাভার্ডভ্যান ঘটনাস্থলে পৌঁছলে ভ্যানটির এক্সেল ভেঙে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন চালক। এ সময় কাভার্ডভ্যানটি বাসস্ট্যান্ডে যাত্রী নিয়ে দাঁড়িয়ে থাকা একটি ইজিবাইকের ওপর তুলে দেয়। এতে চাপা পড়ে ঘটনাস্থলে এক যাত্রী নিহত হন এবং আহত হন আরও এক যাত্রী। পরে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল থেকে নিহত ও আহতদের উদ্ধার করে।

Advertisement

বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার তদন্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ শাহিদুল ইসলাম জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, খবর পেয়ে নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে এবং আহত যাত্রীকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়। এছাড়া দুর্ঘটনা কবলিত কাভার্ডভ্যানটি জব্দ করা হলেও চালক ও হেলপার পলাতক রয়েছে। আইনি বিষয় প্রক্রিয়াধীন।

আরিফ উর রহমান টগর/জেএস/জেআইএম

Advertisement