একুশে বইমেলা

নজীবের প্রথম কাব্যগ্রন্থ ‘এক মুঠো সবুজের স্বপ্ন’

ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী আব্দুল্লাহ মাহমুদ নজীব। ঢাবিতে পদার্পণ করেই চমক লাগিয়েছেন তিনি। এবারের বইমেলায় ‘এক মুঠো সবুজের স্বপ্ন’ নামে তার একটি কাব্যগ্রন্থ প্রকাশিত হয়েছে।চট্টগ্রামের একটি সম্ভ্রান্ত মুসলিম পরিবারের ছেলে নজীব। একেবারে দাঁড়ি-টুপি-পাঞ্জাবিতে অভ্যস্ত। তবে তার অপূর্ব ছন্দবদ্ধ কবিতা মুগ্ধতা ছড়িয়েছে।খেয়ালি নজীব কেবল ছন্দের আখরে কবিতাই লিখেননি, অনুবাদও করেছেন বড় বড় বিশ্বখ্যাত কয়েকজন কবির কবিতা। নিজের প্রথম কাব্যগ্রন্থে তিনি কিছু অনুবাদ কবিতাও রেখেছেন। তার অনূদিত কবিতাগুলোও অসাধারণ। কবিতা দিয়ে রীতিমত গীতিকারও হয়ে গেছেন নজীব। বইমেলায় বই কিনতে আসা পাঠকরা তার সুন্দর হস্তাক্ষরে ছন্দময় কথার অটোগ্রাফেও মুগ্ধ হচ্ছেন।নজীবের কবিতার বইটি প্রকাশ করেছে মহীয়সী প্রকাশনী। পাওয়া যাচ্ছে বইমেলার ১৭০ নম্বর স্টলে। এসএইচএস/আরআইপি