খেলাধুলা

টাকা পাচ্ছে ক্লাবগুলো, জট খুলছে প্রথম বিভাগ হকির

টাকা পাচ্ছে ক্লাবগুলো, জট খুলছে প্রথম বিভাগ হকির

শেষ পর্যন্ত অনুদান দিয়েই মাঠে নামানো হচ্ছে প্রথম বিভাগ হকি লিগের ক্লাবগুলোকে। নভেম্বরে দলবদল সম্পন্ন করেও ক্লাবগুলোর অর্থ দাবির কারণে লিগ শুরু করতে পারছিল না বাংলাদেশ হকি ফেডারেশন। ১২ ক্লাবের মধ্যে ১০টি জিদ করে বসেছিল অনুদান না পেলে তারা খেলবে না।

Advertisement

হকি ফেডারেশন আশ্বস্ত করেছিল টাকা প্রদানের। তবে তারাও টাকার সংকুলান করতে পারছিল না। শেষ পর্যন্ত প্রথম বিভাগ লিগের ১২ ক্লাবকে ২ লাখ টাকা করে অনুদান দেওয়া হচ্ছে। ১২ ফেব্রুয়ারি ক্লাবগুলোকে এই অর্থ প্রদান করা হবে।

বাংলাদেশ হকি ফেডারেশনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোহাম্মদ ইউসুফ জানিয়েছেন, ১২ তারিখ ক্লাবগুলোকে টাকা দেওয়া হবে এবং লিগ শুরু হবে ৬ মার্চ।

সর্বশেষ প্রথম বিভাগ লিগ হয়েছিল ২০১৮ সালে। করোনা ও ক্লাবগুলোর টালবাহানা মিলে এ দীর্ঘ বিরতি প্রথম বিভাগ লিগের। প্রথম বিভাগ হবে সিঙ্গেল লিগ ভিত্তিতে। অংশ নেবে-ঊষা ক্রীড়া চক্র, রেলওয়ে এসসি, হকি ঢাকা ইউনাইটেড, ওয়ান্ডারার্স ক্লাব, পিডব্লিউডি এসসি, ব্যাচেলর্স এসসি, কম্বাইন্ড এসসি, শিশু-কিশোর সংঘ, মুক্ত বিহঙ্গ তরুণ সংঘ, ফরাশগঞ্জ স্পোর্টিং ক্লাব, শান্তিনগর স্পোর্টিং ক্লাব ও রায়েরবাজার স্পোর্টিং ক্লাব।

Advertisement

আরআই/এমএমআর/এমএস