জাতীয়

সীমান্ত স্কয়ারের আগুন নিয়ন্ত্রণে

রাজধানীর সীমান্ত স্কয়ারের নতুন ভবনে আগুন লাগা নিয়ন্ত্রণে এসেছে। মঙ্গলবার (৭ ফেব্রুয়ারি) বিকেল ৫টা ৪২ মিনিটে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে।

Advertisement

জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার লিমা খানম। তিনি বলেন, সীমান্ত স্কয়ারে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। বিকেল ৫টা ৪২ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।

আরও পড়ুন: মেট্রোরেলের র্যাপিড পাস দিয়ে নগর পরিবহনে চড়া যাবে: আতিক

এর আগে বিকেল ৫টা ২ মিনিটে আগুনের খবর পেয়ে প্রথমে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট পাঠানো হয়। এরপর আরও একটি ইউনিট যোগ হয়।

Advertisement

প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও হতাহতের কোনো খবর জানাতে পারেননি ফায়ার সার্ভিসের এ কর্মকর্তা।

টিটি/বিএ/এমএস