বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জনপ্রশাসনমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম বলেছেন, শরীয়তপুর হচ্ছে নৌকার ঘাটি, এই নৌকার তোপেই জামায়াত-বিএনপিরা ভেসে যাবে। শনিবার শরীয়তপুর জেলা আওয়ামী লীগের সম্মেলনের উদ্বোধনকালে নিজের বক্তব্যে এ কথা বলেন তিনি।সৈয়দ আশরাফ বলেন, আমি অসুস্থ থাকা সত্ত্বেও শরীয়তপুরের মানুষের ডাকে সাড়া না দিয়ে পারিনি। শরীয়তপুরকে আমি অনেক ভালোবাসি। সেই ভালোবাসার টানেই আমি এখানে এসেছি। শরীয়তপুরের মাটি নৌকার ঘাটি। জেলা আওয়ামী লীগের নতুন কমিটি ঘোষণা দিয়ে তিনি বলেন, ‘আজ সাবেদুর রহমান খোকা সিকদারকে জেলা আওয়ামী লীগের সভাপতি ও অনল কুমার দে কে সাধারণ সম্পাদক করে জেলা কমিটি ঘোষণা করছি। এ কমিটি আমাদের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা কর্তৃক অনুমোদিত। আমি আশা করছি আপনারা এ কমিটির মাধ্যমে পরিচালিত হবেন এবং বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের সোনার বাংলাদেশ গড়তে মাননীয় প্রধানমন্ত্রীর হাতকে শক্তিশালী করবেন।’এ সময় বিশেষ অতিথি হিসেবে বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ এমপি বলেন, জিয়াউর রহমান মুক্তিযুদ্ধের সময় পাকিস্থানিদের ধারক-বাহক হিসেবে কাজ করেছেন। এখন তার উত্তরসুরী খালেদা জিয়া সেই পাকিস্থনিদের পৃষ্ঠপোষকতা করছেন। আপনারা ঐ সকল বিএনপি, জামাতিদের লগি বৈঠা দিয়ে দমন করবেন।শরীয়তপুর জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুর রব মুন্সীর সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য সৈয়দা সাজেদা চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ এমপি, জাহাঙ্গীর কবির নানক এমপি, সাংগঠনিক সম্পাদক আ.ফ.ম বাহাউদ্দিন নাছিম এমপি, বি.এম মোজাম্মেল হক এমপি, আহমদ হোসেন, দফতর সম্পাদক ড. আবদুস সোবহান গোলাপ, স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডা. বদিউজ্জামান ভুঁইয়া ডাবলু, সভাপতিমণ্ডলীর সদস্য কাজী জাফর উল্লাহ্, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক লে. কর্নেল (অব.) মহাম্মদ ফারুক খান এমপি, কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সদস্য আব্দুর রহমান এমপি, একেএম এনামুল হক শামীম, এম. এম কামাল হোসেন, শরীয়তপুর-২ আসনের সংসদ সদস্য কর্নেল (অব.) শওকত আলী এমপি, শরীয়তপুর-৩ আসনের সংসদ সদস্য নাহিম রাজ্জাক এমপি, সংরক্ষিত মহিলা সংসদ সদস্য অ্যাভোকেট নাভানা আক্তার এমপি, বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সভাপতি বাহাদুর বেপারী, বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় উপ-কমিটির সহ-সম্পাদক ইকবাল হোসেন অপু, মেহেদী জামিল।অন্যান্যদের মাঝে আরো বক্তব্য রাখেন, শরীয়তপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল হাসেম তপাদার, নড়িয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান একেএম ইসমাইল হক, শরীয়তপুর পৌরসভার মেয়র রফিকুল ইসলাম কোতোয়াল, শরীয়তপুর জেলার ছাত্রলীগের সাবেক সভাপতি নুরুল আমিন কোতোয়াল, আলমগীর হোসেন হাওলাদার ও শরীয়তপুর জেলার ছাত্রলীগের আহ্বায়ক মো. মহসিন মাদবর। ছগির হোসেন/এসএইচএস/আরআইপি