দেশজুড়ে

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি ব্যবসায়ী নিহত

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় ফেনীর দাগনভূঞা উপজেলার দেলোয়ার হোসেন দুলাল (৫০) নামে এক প্রবাসী নিহত হয়েছেন।

Advertisement

তিনি দাগনভূঞা উপজেলার সিন্দুরপুর ইউনিয়নের চন্দ্রপুর গ্রামের নুরুল ইসলামের ছেলে।

শনিবার (৪ ফেব্রুয়ারি) সৌদি আরবের রিয়াদ থেকে দাম্মাম আসার পথে যুদা শহরে এ দুর্ঘটনা ঘটে।

নিহতের চাচাতো ভাই আব্দুল্লাহ আল মামুন মঙ্গলবার (৭ ফেব্রুয়ারি) বিষয়টি নিশ্চিত করেছেন।

Advertisement

তিনি বলেন, শনিবার সৌদি আরবের স্থানীয় সময় ভোর ৪টার দিকে এ দুর্ঘটনা ঘটে। রিয়াদ থেকে দাম্মাম আসার পথে দুর্ঘটনায় সেখানেই দেলোয়ার মারা যান। তিনি দীর্ঘদিন ধরে সৌদি আরবে ব্যবসা করছিলেন। মরদেহ দেশে আনার জন্য প্রয়োজনীয় প্রক্রিয়া চলছে।

এদিকে, দেলোয়ারের মৃত্যুর খবরে পরিবার ও এলাকার মানুষের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। স্ত্রী, দুই ছেলে ও এক মেয়ে দুলালের আকস্মিক মৃত্যুতে হতবিহ্বল হয়ে পড়েছেন।

আবদুল্লাহ আল-মামুন/এমআরআর/এমএস

Advertisement