দেশজুড়ে

জয়পুরহাটে মাদক মামলায় একজনের যাবজ্জীবন

জয়পুরহাটে মাদক মামলায় একজনের যাবজ্জীবন

জয়পুরহাটে মাদক মামলায় বাবু নামে একজনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।

Advertisement

বুধবার (৮ ফেব্রুয়ারি) দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক আব্বাস উদ্দীন এ রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্ত বাবু পাঁচবিবি উপজেলার উচনা গ্রামের আব্দুল গণির ছেলে।

মামলার বিবরণে জানা গেছে, ২০১২ সালের ৯ এপ্রিল বাবু মাদক নিয়ে পাঁচবিবি থেকে জয়পুরহাট শহরের দিকে আসছিলেন। গোপন তথ্যের ভিত্তিতে খবর পেয়ে সদর থানার বনখুর এলাকায় অভিযান চালায় গোয়েন্দা পুলিশ। এসময় বাবুর দেহ তল্লাশি করে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা ফেনসিডিল জব্দ করে তাকে গ্রেফতার করা হয়।

এ ঘটনায় সেদিনই সদর থানায় তার বিরুদ্ধে মামলা করা হয়। দীর্ঘ শুনানি শেষে আদালত আজ এ রায় ঘোষণা করলেন।

Advertisement

জয়পুরহাট জজ আদালতের সরকারী কৌঁসুলি (পিপি) অ্যাডভোকেট নৃপেন্দ্রনাথ মণ্ডল রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন।

রাশেদুজ্জামান/এমআরআর/জিকেএস