সিটি আনন্দ আলো সাহিত্য পুরস্কার-২০১৬ ঘোষণা করা হয়েছে। শনিবার বিকেলে বাংলা একাডেমিতে এক অনুষ্ঠানে পুরস্কারপ্রাপ্তদের নাম ঘোষণা করেন বাংলা একাডেমির মহাপরিচালক শামসুজ্জামান খান।এবার ‘ক’ শাখায় : প্রবন্ধ, আত্মজীবনী ও স্মৃতিকথা শাখায় যৌথভাবে চন্দ্রাবতী থেকে প্রকাশিত আবুল মাল আবদুল মুহিতের ‘সোনালি দিনগুলি’ এবং জার্নিম্যান থেকে মুনতাসীর মামুনের ‘ঢাকায় খাল পোল ও নদীর চিত্রকর’, উপন্যাসে কথাপ্রকাশ থেকে প্রকাশিত সেলিনা হোসেন এর ‘নিঃসঙ্গতার মুখর সময়’, শিশুসাহিত্যে অন্যপ্রকাশ থেকে প্রকাশিত আসলাম সানীর ‘নির্বাচিত ১০০ ছড়া’, কবিতায় যৌথভাবে সময় থেকে প্রকাশিত পিয়াস মজিদ-এর ‘কবিকে নিয়ে কবিতা’ ও চৈতন্য থেকে প্রকাশিত মুজিব ইরম-এর ‘শ্রীহট্টকীর্তন’ পুরস্কার পেয়েছে। খ’ শাখায় (জীবনের প্রথম বই ক্যাটাগরিতে) : জনান্তিক থেকে প্রকাশিত এহসান হাফিজ-এর ‘এ ও সে ও’ পুরস্কার পেয়েছে। এসময় আনন্দ আলোর সম্পাদক রেজানুর রহমান, বিশিষ্ট শিশুসাহিত্যিক লুৎফর রহমান রিটন উপস্থিত ছিলেন। চ্যানেল আই অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করে। এএসএস/একে/আরআইপি