বিপিএলে দিনের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি চট্টগ্রাম চ্যালেঞ্জার্স আর রংপুর রাইডার্স। মিরপুর শেরে বাংলায় টসভাগ্য সহায় হয়েছে চট্টগ্রামের।
Advertisement
টস জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছেন শুভাগতহোমের বদলে আজ চট্টগ্রামকে নেতৃত্ব দেওয়া জিয়াউর রহমান। ফিল্ডিং করছে নুরুল হাসান সোহানের রংপুর।
১০ ম্যাচে ৭টি জিতে রংপুর রাইডার্স আছে পয়েন্ট তালিকার চার নম্বরে। এক ম্যাচ বেশি খেলে ৩ জয় নিয়ে তালিকার ছয় নম্বরে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স, এরই মধ্যে তাদের বিদায় নিশ্চিত হয়ে গেছে।
রংপুর একাদশনাইম শেখ, রনি তালুকদার, টম-কোহলার ক্যাডমোর, রহমানুল্লাহ গুরবাজ, নুরুল হাসান সোহান (অধিনায়ক), শামীম হোসেন, আজমতউল্লাহ ওমরজাই, হাসান মাহমুদ, হারিস রউফ, রিপন মণ্ডল, রাকিবুল হাসান।
Advertisement
চট্টগ্রাম একাদশউসমান খান, ম্যাক ও'দাউদ, মেহেদি মারুফ, আফিফ হোসেন, তৌফিক খান, জিয়াউর রহমান (অধিনায়ক), কুর্তিস ক্যাম্ফার, নিহাদুজ্জামান, মৃত্যুঞ্জয় চৌধুরী, মেহেদি হাসান রানা, বিজয়কান্ত বিশ্বকান্ত।
এমএমআর/জেআইএম