খেলাধুলা

রোনালদো যখন ক্রিশ্চিয়ানো

ক্রিশ্চিয়ানো রোনাল্দো চান মেয়েরা তাঁকে ডাকুক ‘ক্রিশ্চিয়ানো’ বলে৷ ছেলেরা ডাকুন ‘রোনাল্দো’বলে।শনিবারের মাদ্রিদ ডার্বির আগে এক মজার ইন্টারভিউ দিতে গিয়ে রোনালদো বলছেন, এখনও তারা লা লিগা জিততে পারেননি৷ পয়েন্টে পিছিয়ে থাকলেও হাল ছাড়েননি তিনি৷ ‘আমাদের প্রতিপক্ষ অ্যাটলেটিকোর রক্ষণ খুব ভালো৷ কিন্তু আমাদের জিততেই হবে৷ আমরা জানি , লা লিগা জেতা খুব কঠিন৷ কিন্তু শেষ দিন পর্যন্ত লড়তে হবে৷ ফুটবল সব সময়ই চমক দেখায়৷ তাই যা খুশি হতে পারে৷’ বার্নাব্যুতে ঘরের মাঠে সমর্থকরা যেভাবে তাকে সমর্থন করেন, তা দেখে খুশি তিনি৷ বলেন, ‘সমর্থকদের আমার প্রতি ভালোবাসা বুঝতে পারি৷ যখন লোকে আমার নাম করে, খুব গর্ব হয়৷’ তাঁকে নিয়ে ম্যানচেস্টার বা পিএসজি যতই আগ্রহ দেখাক, রোনালদো এদিন অন্তত বলেছেন, রিয়ালেই থাকতে চান৷ ‘যখন আপনি বিশ্বের সবচেয়ে বড় ক্লাবে খেলছেন , তখন আপনার ওপরে চাপ থাকবেই৷ আমি ওই চাপে অভ্যস্ত হয়ে গিয়েছি৷ ক্লাব এত বড়, যেখানে নানা লোকের নানা মত থাকবে৷ কিন্তু আমি সব সময় ইতিবাচক ব্যাপারটা দেখতে চাই৷ সব মিলিয়ে আমি এখানে খুশি৷ এখানেই থাকতে চাই৷’আইএইচএস/আরআইপি