দেশজুড়ে

রাজশাহীতে সড়ক দুর্ঘটনায় নিহত ১

রাজশাহীতে অটোরিকশা ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দাউদ নবী (৪৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। শনিবার রাত সাড়ে ৮টার দিকে নগরীর কাটাখালি এলাকায় এ ঘটনা ঘটে।পরে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রাতেই তিনি মারা যান। তিনি নগরীর বুধপাড়া এলাকার মন্ডল গাজির ছেলে।প্রত্যক্ষদর্শীরা জানান, দাউদ নবী পুঠিয়ার দিক থেকে মোটরসাইকেল যোগে বাড়ি ফিরছিলেন। পথে নগরীর কাটাখালি এলাকায় আসার পর একটি যাত্রীবাহী অটোরিকশার সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়।এতে তিনি গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে রামেক হাসপাতালে ভর্তি করা হলে ৮নং ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় রাতেই তিনি মারা যান।এ বিষয়ে মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ূন কবির জানান, ঘাতক অটোরিকশার চালককে ধরতে পুলিশি অভিযান চলছে। নিহতের মরদেহ হাসপাতালের মর্গে রয়েছে। রোববার সকালে ময়নাতদন্তের পর তার মরদেহ পরিবারের নিকট হস্তান্তর করা হবে।শাহরিয়ার অনতু/বিএ