পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্র সৈকত থেকে মলমপার্টি চক্রের ছয় সদস্যকে আটক করেছে ট্যুরিস্ট পুলিশ। বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারি) বিকেলে সৈকতের লেম্বুরবন পয়েন্ট এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটকরা হলেন- মাদারীপুরের চরমুগরিয়া এলাকায় মৃত সিরাজুল হাওলাদারের ছেলে শাহ আলম (৫২), একই এলাকার সিরাজুল হাওলাদারের ছেলে জাকির হাওলাদার (৪৫), শিবচরের মোতালেব ফকিরের ছেলে মাহবুব ফকির (৩৮), রাজৈর বদরপাশার আবুল হোসেনের ছেলে মামুন আকন (৪২), রাজবাড়ী জেলার ঠাকুর-নওপাড়ার সিরাজ মোল্লার ছেলে কুদ্দুস মোল্লা (৩৪) ও গোপালগঞ্জ জেলার মোকসেদপুরের রশিদ মোল্লার ছেলে জাহাঙ্গীর মোল্লা (৩৪)।
পুলিশ জানায়, লেম্বুরবন এলাকার ইব্রাহিম নামের একজনকে কয়েকমাস আগে অজ্ঞান করে সর্বস্ব লুটে নেওয়া কয়েকজন সৈকতে ঘোরাঘুরি করতে দেখে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থল থেকে তাদের আটক করে।
ইব্রাহিম নামের ওই অভিযোগকারী জাগো নিউজকে বলেন, গত বছরের মার্চ মাসে আমি বাসযোগে আমতলী থেকে কুয়াকাটা আসার সময় তাদের একজন আমার পাশে বসেন। বাকিরা সামনে পিছনের সিটে বসে আমাকে একটি ওষুধ খেতে দেন। কিচ্ছুক্ষণ পর আমি অজ্ঞান হয়ে পড়ি। দুদিন পরে আমি সুস্থ হয়ে দেখি আমার সঙ্গে থাকা ২০ হাজার টাকা একটি মোবাইল সেট নিয়ে যান তারা।
ট্যুরিস্ট পুলিশ কুয়াকাটা রিজিয়নের পুলিশ সুপার ড. মো. আশরাফুর রহমান জানান, ইব্রাহিম নামের এক লোক আমাদের ফোন করে মলম পার্টির কথা বল্লে কাছাকাছি ওই এলাকায় দায়িত্বে থাকা টুরিস্ট পুলিশের একটি টিম ঘটনাস্থল থেকে তাঁদের আটক করে। তাদের সঙ্গে মানুষকে অজ্ঞান করার কিছু সরঞ্জামও পাওয়া যায়।
আসাদুজ্জামান মিরাজ/আরএইচ/জেআইএম