আসন্ন ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন সংক্রান্ত নানা বিষয়ে আলোচনা করতে নির্বাচন কমিশনে (ইসি) যাচ্ছে বিএনপির একটি প্রতিনিধি দল। রোববার দুপুর ১২টায় শেরে বাংলা নগরস্থ নির্বাচন কমিশন কার্যালয়ে যাবেন তারা।নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয় থেকে মোবাইল ফোনের ক্ষুদে বার্তায় এ তথ্য জানানো হয়েছে। জানা যায়, প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন বিএনপির দফতরের দায়িত্বপ্রাপ্ত দলটির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ।এর আগে ইউনিয়ন পরিষদ নির্বাচন সংক্রান্ত বিষয়ে কথা বলতে বেশ কয়েকবার ইসিতে গিয়েছিল বিএনপি।এমএম/আরএস/এমএস