শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা শুরু হয়েছে। রোববার সকাল ১০ টায় প্রতিযোগিতার উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আমিনুল হক ভূইয়া।এ সময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয় কোষাধ্যক্ষ অধ্যাপক ড. ইলিয়াস উদ্দিন বিশ্বাস, খেলাধুলা ও ক্রীড়া উপ-কমিটির সভাপতি অধ্যাপক ড. রাশেদ তালুকদার, শারীরিক শিক্ষা দফতরের পরিচালক চৌধুরী সউদ-বিন-আম্বিয়া প্রমুখ।উদ্বোধনের সময় উপাচার্য বলেন, সুস্থ দেহ ও সুন্দর মন গঠনের জন্য খেলাধুলার বিকল্প নেই। তিনি প্রতিযোগীদের খেলোয়াড়সুলভ মনোভাব বজায় রাখার আহ্বান জানান।বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষা দফতর আয়োজিত এ প্রতিযোগিতা সোমবার বিকেলে পুস্কিার বিতরণের মাধ্যমে শেষ হবে। এ ক্রীড়া প্রতিযোগিতায় বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা অংশগ্রহণ করছে।প্রতিযোগিতায় উল্লেখযোগ্য খেলাসমূহ হলো- গোলক নিক্ষেপ, চাকতি নিক্ষেপ, বর্শা নিক্ষেপ, দৌড় প্রতিযোগিতা, রশি টানাটানি ইত্যাদি।আব্দুল্লাহ আল মনসুর/এসএস/আরআইপি