দেশজুড়ে

বিদ্যালয়ের জায়গায় আওয়ামী লীগের কার্যালয় নির্মাণ, থানায় অভিযোগ

লালমনিরহাটের আদিতমারী সরকারি জিএস মডেল স্কুল অ্যান্ড কলেজের জায়গা দখল করে স্থানীয় আওয়ামী লীগের অস্থায়ী দলীয় কার্যালয় নির্মাণের অভিযোগ উঠেছে।

শনিবার (১১ ফেব্রুয়ারি) সকাল থেকে দলীয় কার্যালয় নির্মাণের কাজ শুরু হয়। এ ঘটনায় আদিতমারী থানায় লিখিত অভিযোগ করেছেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক শওকাত আরা সিদ্দিকা।

অভিযোগ সূত্রে জানা যায়, সরকারি আদিতমারী জিএস মডেল স্কুল অ্যান্ড কলেজের নিজস্ব জায়গায় অনুমতি না নিয়ে আদিতমারী উপজেলা আওয়ামী লীগ অস্থায়ী দলীয় কার্যালয় নির্মাণকাজ শুরু করে। বিষয়টি জানার পর বিদ্যালয় কর্তৃপক্ষ নির্মাণকাজ বন্ধ করতে বললেও তারা কর্ণপাত করেননি।

সরকারি জায়গায় অস্থায়ী দলীয় কার্যালয় বন্ধে সরকারের দৃষ্টি আকর্ষণ করা হয়েছে অভিযোগপত্রে।

সরেজমিন দেখা যায়, সরকারি আদিতমারী জিএস মডেল স্কুল অ্যান্ড কলেজের বুড়িরবাজার জায়গায় সাইনবোর্ড টানিয়ে অস্থায়ী দলীয় কার্যালয় নির্মাণকাজ চলছে। সেখানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা, প্রধানমন্ত্রীর তথ্যবিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়, সমাজকল্যাণ মন্ত্রী নুরুজ্জামান আহমেদ, জেলা আওয়ামী লীগের সভাপতি ও লালমনিরহাট-১ আসনের সংসদ সদস্য মোতাহার হোসেনসহ স্থানীয় নেতাকর্মীদের বিলবোর্ড সম্বলিত ছবি রাখা হয়েছে। এরই মধ্যে কার্যালয়ের সিঁড়ি দাঁড় করানোর পাশাপাশি কাঠের কাজও শেষ পর্যায়ে।

আদিতমারী উপজেলা আওয়ামী লীগ সূত্রে জানা গেছে, সমাজকল্যাণ মন্ত্রী নুরুজ্জামান আহমেদের অনুসারীরা ওই কার্যালয়ে যাতায়াত করেন না। তবে উপজেলা আওয়ামী লীগের বিদ্রোহী একটি গ্রুপ কার্যালয়টি নির্মাণ করছেন।

এ বিষয়ে ভাদাই ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শাহাবুদ্দিন আহমেদ বলেন, অস্থায়ী দলীয় কার্যালয় নির্মাণের বিষয়ে আমি কিছু জানি না।

আদিতমারী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রফিকুল আলম বলেন, কারা কার্যালয়টি তৈরি করছেন তা আমার জানা নেই।

সরকারি আদিতমারী জিএস মডেল স্কুল অ্যান্ড কলেজের প্রশাসনিক প্রধান শওকাত আরা সিদ্দিকা বলেন, আমাদের প্রতিষ্ঠানের জায়গায় জোরপূর্বক দলীয় কার্যালয় নির্মাণের কাজ চলছে। প্রতিষ্ঠানের সভাপতি ও সংশ্লিষ্ট থানাকে বিষয়টি লিখিতভাবে জানিয়েছি।

এ বিষয়ে আদিতমারী থানার পরিদর্শক (তদন্ত) রফিকুল ইসলাম বলেন, থানায় অভিযোগ দিয়েছে কি না আমার জানা নেই। দেখতে হবে।

সরকারি আদিতমারী জিএস মডেল স্কুল অ্যান্ড কলেজের সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জি আর সারোয়ার বলেন, বিষয়টি জানার পর কাজ বন্ধে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।

রবিউল হাসান/এসআর/এমএস