রাউন্ড রবিন লিগে দুই দলেরই পয়েন্ট সমান। রানরেটে এগিয়ে থেকে শীর্ষে ছিলো মাশরাফির সিলেট স্ট্রাইকার্স। কিন্তু কোয়ালিফায়ারে কে শীর্ষে ছিল, কে পিছিয়ে ছিলো- তার কোনো মূল্য নেই। এই এক ম্যাচে যে ভালো খেলবে সেই জয় পাবে।
জিতলেই ফাইনাল নিশ্চিত। হারলে অবশ্য বিদায় হবে না। দ্বিতীয় কোয়ালিফায়ার খেলতে পারবে। তবে, কেই বা চায় আরেকটা ম্যাচ অপেক্ষা করতে? জিতেই ফাইনাল নিশ্চিত করার লক্ষ্য সিলেট স্ট্রাইকার্স এবং কুমিল্লা ভিক্টোরিয়ান্সের।
সে লক্ষ্যে টস করতে নেমে শুরুতেই এগিয়ে গেলো কুমিল্লা ভিক্টোরিয়ান্স। কারণ টস নামক ভাগ্যের খেলায় জিতলেন কুমিল্লার অধিনায়ক ইমরুল কায়েস। টস জিতেই ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিলেন তিনি। ব্যাট করার আমন্ত্রণ জানালেন মাশরাফি বিন মর্তুজার সিলেট স্ট্রাইকার্সকে।
সিলেট স্ট্রাইকার্স একাদশ
নাজমুল হোসেন শান্ত, শফিকুল্লাহ গাফারি, তৌহিদ হৃদয়, জাকির হাসান, মাশরাফি বিন মর্তুজা (অধিনায়ক), মুশফিকুর রহিম, রায়ান বার্ল, জর্জ লিন্ডে, তানজিম হাসান সাকিব, ইসুরু উদানা, রুবেল হোসেন।
কুমিল্লা ভিক্টোরিয়ান্স একাদশ
লিটন দাস, সুনিল নারিন, জনসন চার্লস, ইমরুল কায়েস (অধিনায়ক), জাকের আলি অনিক, মইন আলি, মোসাদ্দেক হোসেন, আন্দ্রে রাসেল, তানভির ইসলাম, মোস্তাফিজুর রহমান, মুকিদুল ইসলাম মুগ্ধ।
আইএইচএস/