রাজধানীর উত্তরার দক্ষিণখান এলাকায় একটি আস্তানায় অভিযান চালিয়ে ২টি তাজা বোমা ও বিপুল পরিমাণ বিস্ফোরক দ্রব্য উদ্ধার করেছে ঢাকা মহানগর ডিবি পুলিশ। শনিবার রাত থেকে রোববার সকাল পর্যন্ত দক্ষিণখানের দলিয়া ২৪২ নং বাসায় এ অভিযান চালায় ডিবি উত্তর টিম। তবে এঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি বলে জানিয়েছেন ডিএমপি’র মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-কমিশনার (ডিসি) মারুফ হোসেন সরদার। তিনি জানান, মোহাম্মদুপরে যে জঙ্গি আস্তানার সঙ্গে দক্ষিণখানের এই আস্তানার মিল রয়েছে। আস্তানায় কাউকে পাওয়া না গেলেও এখানে ভাড়া নিয়ে বসবাসকারীদের গ্রেফতারের চেষ্টা চলছে। একই তথ্য নিশ্চিত করেছেন দক্ষিণখান থানার অফিসার ইনচার্জ (ওসি) শামীমুর রশিদ।জেইউ/এসকেডি