দেশজুড়ে

কুয়াকাটায় ঝাউগাছে ঝুলছিল যুবকের অর্ধগলিত মরদেহ

পটুয়াখলীর কুয়াকাটা সৈকতের লেম্বুরবনে বিল্লাল মিয়া নামে এক যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

রোববার (১২ ফেব্রুয়ারি) রাত ৯টায় ঝাউগাছ থেকে ঝুলন্ত অবস্থায় মরদেহটি উদ্ধার করা হয়। বিল্লাল মানিকগঞ্জ সদর উপজেলার গড়পাড়ার উত্তর বিল ডাউলী গ্রামের পান্নু মিয়া সেরাজীর ছেলে।

মহিপুর থানার পরিদর্শক (তদন্ত) হাফিজুর রহমান জাগো নিউজকে বলেন, খবর পেয়ে মরদেহ উদ্ধারের পর থানায় নিয়ে আসি। পরে মৃতের পকেটে পাওয়া জাতীয় পরিচয়পত্রের ঠিকানা অনুযায়ী যোগাযোগ করলে তার সন্ধান পাওয়া যায়। পরিবারের সঙ্গে কথা বলে জানা যায় তিন মাস আগে অভিমান করে বাড়ি থেকে বেরিয়ে এসেছেন তিনি।

পরিদর্শক আরও বলেন, আত্মহত্যার কিছু আলামত আমরা ঘটনাস্থল থেকে পেয়েছি। পরবর্তী আইনানুসারে ব্যবস্থা নেওয়া হবে।

আসাদুজ্জামান মিরাজ/এসজে/জেআইএম