শিক্ষা

দাখিলের ফরম পূরণের সময় বাড়লো

চলতি বছরের দাখিল পরীক্ষার ফরম পূরণের সময় শেষবারের মতো বাড়ানো হয়েছে। ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত অনলাইনে ফরম পূরণ করা যাবে। এ জন্য দিতে হবে ১০০ টাকা জরিমানা বা বিলম্ব ফি। ১৬ ফেব্রুয়ারি পর্যন্ত এই ফি জমা দেওয়া যাবে।

রোববার (১২ ফেব্রুয়ারি) মাদরাসা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক মো. কামাল উদ্দিন সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।

আরও পড়ুন: ষষ্ঠ-সপ্তম শ্রেণির ‘অনুসন্ধানী পাঠ’ না পড়ানোর নির্দেশ

এতে বলা হয়েছে, ২০২৩ সালের দাখিল পরীক্ষার বিলম্ব ফিসহ ফরম পূরণের সময় আগামী ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত বৃদ্ধি করা হলো। ফি জমা দেওয়ার শেষ তারিখ ১৬ ফেব্রুয়ারি পর্যন্ত।

এর আগে প্রথম দফার ১৬ জানুয়ারি পর্যন্ত ও পরে দ্বিতীয় দফায় ৩০ জানুয়ারি পর্যন্ত দাখিলের ফরম পূরণের সুযোগ দেওয়া হয়।

আরও পড়ুন: স্কুল-কলেজে উপবৃত্তির ৭৫১ কোটি টাকা বিতরণ শুরু

জানা গেছে, সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠান পরীক্ষার্থীদের ফরম পূরণের কাজ করবে। সুষ্ঠুভাবে ফরম পূরণের বিষয়টি নিশ্চিত করবেন প্রতিষ্ঠান প্রধান। এরপর ফরম পূরণের সময় আর বাড়ানো হবে না। বর্ধিত সময়ে কোনো শিক্ষার্থী ফরম পূরণে ব্যর্থ হলে মাদরাসা প্রধান দায়ী থাকবেন।

গত বছরের ১৮ ডিসেম্বর এসএসসি ও দাখিল পরীক্ষার ফরম পূরণ শুরু হয়। জরিমানা ছাড়া ৪ জানুয়ারি পর্যন্ত ফরম পূরণের সুযোগ পেয়েছিলেন শিক্ষার্থীরা।

এমএইচএম/জেডএইচ/জেআইএম