সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার উভয় শেয়ারবাজারে দরপতনের মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে। দিনশেষে দুই স্টক এক্সচেঞ্জে সব ধরণের সূচকের পাশাপাশি কমেছে টাকার অংকের লেনদেনের পরিমাণ। সেই সঙ্গে কমেছে লেনদেন হওয়া বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিটের দর। এ নিয়ে টানা তিন কার্যদিবস দরপতন হলো দেশের শেয়ারবাজারে। বাজার পর্যালোচনায় দেখা গেছে, রোববার ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স আগের কার্যদিবসের চেয়ে ৩০ পয়েন্ট কমে ৪ হাজার ৫৩৬ পয়েন্টে অবস্থান করছে। এছাড়া ডিএসইএস সূচক ৬ পয়েন্ট কমে ১ হাজার ১০৮ পয়েন্টে এবং ডিএস৩০ সূচক ১৬ পয়েন্ট কমে ১ হাজার ৭৩৬ পয়েন্টে দাঁড়িয়েছে।দিনশেষে ডিএসইতে লেনদেন হয়েছে ৪২৪ কোটি টাকা। যা আগের দিনের দিনের চেয়ে ৩৫ কোটি টাকা কম। বৃহস্পতিবার ডিএসইতে লেনদেন হয়েছিল ৪৫৯ কোটি টাকা। এদিন ডিএসইতে লেনদেন হয়েছে ৩২২ টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট। এরমধ্যে দর বেড়েছে ৮৩টির, কমেছে ১৯৮ টির এবং অপরিবর্তিত রয়েছে ৪১টি প্রতিষ্ঠানের শেয়ারের।দেশের অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক সূচক সিএসইএক্স আগের দিনের চেয়ে ৬৪ পয়েন্ট কমে ৮ হাজার ৫০১ পয়েন্টে অবস্থান করছে। এছাড়া সিএসই৫০ সূচক ৮ পয়েন্ট কমে ১ হাজার ১৮ পয়েন্টে, সিএসই৩০ সূচক ১০১ পয়েন্ট কমে ১২ হাজার ৬৫১ পয়েন্টে, সিএএসপিআই সূচক ১০৪ পয়েন্ট কমে ১৩ হাজার ৯৯৩ পয়েন্টে এবং সিএসআই শরিয়াহ সূচক ৭ পয়েন্ট কমে ৯৭৫ পয়েন্টে দাঁড়িয়েছে।সিএসইতে লেনদেন হয়েছে ২৩৭টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ড ইউনিট। এরমধ্যে বেড়েছে ৬৩টির, কমেছে ১৪১টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৩ টি প্রতিষ্ঠানের শেয়ার দর। এদিন সিএসইতে মোট লেনদেন হয়েছে ২৮ কোটি ৮০ লাখ টাকার।এসআই/এসকেডি/এবিএস