আমাদের চারপাশে অসংখ্য ঘটনা ঘটছে প্রতিদিন। এর মধ্যে হয়তো আলোচনায় আসে হাতেগোনা কিছু। তবে সময় ও পরিস্থিতির পরিপ্রেক্ষিতে গুরুত্বপূর্ণ হয়ে ওঠে বেশ কিছু বিষয়। এগুলো জানা না থাকলে অনেক ক্ষেত্রেই পিছিয়ে পড়তে হয়। এ কারণে বিশ্বের বিভিন্ন প্রান্তে ঘটে যাওয়া নানা ঘটনা থেকে সংক্ষেপে গুরুত্বপূর্ণ কিছু সংবাদ থাকছে জাগো নিউজের পাঠকদের জন্য-
তুরস্কে ‘অলৌকিক ঘটনা’: ভূমিকম্পের ৭ দিন পর জীবিত উদ্ধার ছয় বছরের শিশুতুরস্ক-সিরিয়ায় ভূমিকম্প আঘাত হেনেছে সাতদিনের বেশি হলো। তীব্র ঠান্ডায় খাবার-পানি ছাড়া ধ্বংসস্তূপের নিচে এতদিন বেঁচে থাকা অসম্ভবই বটে। কিন্তু সৃষ্টির অপার মহিমায় সেই অসম্ভবকেই সম্ভব করেছে ছয় বছরের এক শিশু। ভূমিকম্প আঘাত হানার ১৭৮ ঘণ্টা পর জীবিত উদ্ধার হয়েছে সে।
ধ্বংসস্তূপের নিচে দিনের পর দিন মানুষ কীভাবে বেঁচে থাকে?ভয়ংকর দুর্ঘটনা থেকে বেঁচে যাওয়া এবং ভূমিকম্পের পর ধ্বংসস্তূপের নিচে দিনের পর দিন টিকে থাকতে হলে সন্দেহাতীতভাবে সবচেয়ে বড় যে জিনিসটি দরকার, তা হলো ভাগ্য। এরপর রয়েছে বাতাস ও পানির ব্যবস্থা। এমনটাই জানালেন যুক্তরাজ্যের আন্তর্জাতিক অনুসন্ধান ও উদ্ধারকারী দলের বিশেষজ্ঞ ড. ম্যালকম রাসেল।
ধসে পড়া ভবনগুলোর পরতে পরতে জীবনের চিহ্নসাত দশমিক আট ও সাত দশমিক ছয় মাত্রার দুটি ভয়াবহ ভূমিকম্পে তুরস্কে নিহতের সংখ্যা ৩০ হাজার ছাড়িয়েছে। অন্যদিকে, একই ঘটনায় সিরিয়ায় মারা গেছেন প্রায় সাড়ে চার হাজার মানুষ। গত কয়েকদিন স্থানীয় ও আন্তর্জাতিক স্বেচ্ছাসেবকসহ বিভিন্ন দেশের সেনাবাহিনী পুরোদমে উদ্ধারকাজ চালালেও, আস্তে আস্তে কমতে শুরু করেছে উদ্ধার অভিযানের গতি।
ঘূর্ণিঝড় ‘গ্যাব্রিয়েল’: নিউজিল্যান্ডে হাজার হাজার বাড়ি বিদ্যুৎহীননিউজিল্যান্ডে আঘাত হানতে শুরু করেছে ঘূর্ণিঝড় ‘গ্যাব্রিয়েল’। এরই মধ্যে শুরু হয়েছে ভারি বৃষ্টি, রয়েছে ঝড়ো হাওয়া। এমন পরিস্থিতিতে দেশটির হাজার হাজার বাড়ি বিদ্যুৎহীন হয়ে পড়েছে। সোমবার (১৩ ফেব্রুয়ারি) ব্লুমবার্গের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
দ্য ইকোনমিস্টের প্রতিবেদন: বিদেশে বেশি বেতনের চাকরি খুঁজছেন জাপানিরাজাপানের কানাগাওয়া শহরে জন্ম নেওয়া আশিহারা মারিনার পৃথিবী ঘুরে দেখার ইচ্ছা বহুদিনের। গত এপ্রিলে হঠাৎ একটি সুযোগ পেয়ে যান। সেটি আর হাতছাড়া করেননি। জাপান সরকারের ‘ওয়ার্কিং হলিডে’ কর্মসূচির মাধ্যমে অস্ট্রেলিয়ায় পাড়ি জমান ২৫ বছর বয়সী এ তরুণী। এই কর্মসূচিতে অস্ট্রেলিয়ায় এক বছরের ভিসা পান অনূর্ধ্ব ৩১ বছর বয়সীরা।
বিশ্ববাজারে কমেছে জ্বালানি তেলের দামবিশ্ববাজারে জ্বালানি তেলের দাম কমেছে। যদিও আগের সেশনে দাম বাড়ে দুই শতাংশ। মূলত চাহিদা নিয়ে উদ্বেগ তৈরি হওয়ায় তেলের দাম কমেছে। এর অন্যতম কারণ হলো যুক্তরাষ্ট্রের মূল্যস্ফীতির তথ্য ও শোধনাগার রক্ষণাবেক্ষণজনিত বিষয়। এশিয়ায়ও একই ধরনের সমস্য রয়েছে।
গাজায় ইসরায়েলের বিমান হামলাফিলিস্তিনের গাজায় বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। সোমবার (১৩ ফেব্রুয়ারি) ভোরে এ হামলা চালানো হয়। জানা যায়, হামলার পরপরই বেশ কয়েকটি বিস্ফোরণে কেঁপে ওঠে পুরো এলাকা। তবে এ ঘটনায় কেউ নিহত-আহত হয়েছেন কি না তা এখনো জানা যায়নি।
আরও এক অজ্ঞাত বস্তু গুলি করে ভূপাতিত যুক্তরাষ্ট্রেরযুক্তরাষ্ট্র ও কানাডার আকাশে গত কয়েক দিন ধরে অজ্ঞাত বস্তুর দেখা মিলছে। এরই মধ্যে বেশ কয়েকটি বস্তু গুলি করে ভূপাতিত করা হয়েছে। তারই অংশ হিসেবে চতুর্থবারের মতো যুক্তরাষ্ট্রের যুদ্ধবিমান আরও একটি বস্তুকে ধ্বংস করেছে। এবারের ঘটনাটি যুক্তরাষ্ট্র-কানাডা সীমান্তের লেক হুরনে।
আদানি নিয়ে মন্তব্য, রাহুল গান্ধীর বিরুদ্ধে নোটিশআদানি গ্রুপের সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সম্পর্ক নিয়ে লোকসভায় রাহুল গান্ধীর বক্তব্যের অংশ আগেই বাদ দেওয়া হয়েছে কার্যবিবরণীর নথি থেকে। এবার ওই বক্তব্যের জন্য রাহুল গান্ধীর বিরুদ্ধে নোটিশ দিলেন সংসদ বিষয়কমন্ত্রী প্রহ্লাদ জোশী এবং বিজেপি সংসদ সদস্য নিশিকান্ত দুবে।
পশ্চিমবঙ্গে দেড় মাসে ভাইরাসজনিত রোগে ১১ জনের মৃত্যুভারতের পশ্চিমবঙ্গে রীতিমতো উদ্বেগ তৈরি করেছে চিকেন পক্স। কলকাতাসহ রাজ্যটির বিভিন্ন জেলা থেকে এই ভাইরাসজনিত রোগে মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে। পশ্চিমবঙ্গের একমাত্র সংক্রমক ব্যাধির সুপার স্পেশালিস্ট হাসপাতাল কলকাতার বেলেঘাটা আইডি। এই হাসপাতালেই বেশির ভাগ রোগী সংক্রমণ নিয়ে ভর্তি হয়েছে।
কেএএ/এএসএম