মানিকগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছেন। রোববার সাটুরিয়া ও সিংগাইর উপজেলায় এসব দুর্ঘটনা ঘটে।পুলিশ জানায়, সকাল ৮টার দিকে মানিকগঞ্জ-সিংগাইর সড়কের খোলাপাড়া এলাকায় সিএনজিচালিত অটোরিকশার ধাক্কায় রেহাজউদ্দিন (৩৫) নামে এক ব্যক্তি গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পর সে মারা যান। এ ঘটনায় সিএনজিচালক শামসুলকে (২৫) আটক করা হয়েছে বলে সিংগাইর থানা পুলিশ সূত্রে জানা গেছে।দুপুর দিকে সাটুরিয়ার তিল্লি গ্রামে গরুবোঝাই নছিমন উল্টে জহিরুল ইসলাম (২৮) নামে এক ব্যবসায়ী নিহত হন। তিনি টাঙ্গাইলের নাগরপুর উপজেলার পাওনান গ্রামের সফিজ উদ্দিনের ছেলে। এসময় নছিমনের আরো আট আরোহী আহত হন। বিএম খোরশেদ/এআরএ/আরআইপি