খেলাধুলা

‘মিরপুরে চমকের নাম উইকেট’

বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে খুব কম সময়ই ঘাসের উইকেট তৈরি হয়েছে। উপমহাদেশের অন্যান্য দেশের মত বরাবরই বাংলাদেশ স্পিনবান্ধব ন্যাড়া উইকেট তৈরি করা হতো; কিন্তু এবার এশিয়াকাপে হঠাৎ করেই সবুজ উইকেট তৈরি করে সবাইকে চমকে দিয়েছে বাংলাদেশ। তাই এশিয়া কাপে এটাকেই সবচেয়ে বড় চমক বলে মনে করছেন সংযুক্ত আরব আমিরাতের পাকিস্তানি কোচ আকিব জাভেদ।আগামীকাল (সোমবার) পাকিস্তানের বিপক্ষে মাঠে নামেছে আমিরাত। বাছাইপর্বে দারুণ খেলা এ দলটি পাকিস্তানের বিপক্ষে কোন চমক উপহার দিতে পারবে কি না জানতে চাইলে ভারতীয় এক টিভি চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে রোববার আকিব বলেন, ‘এবার তো সবচেয়ে বড় চমক উইকেট। সবাই তো ভেবেছিলো উইকেটে বড় বড় ফাটল থাকবে। দুই তিনজন স্পিনার নিয়ে একাদশ সাজাবে। অনেকে সঙ্গে করে বেশি বেশি স্পিনারও এনেছে; কিন্তু এখানে এসে সবাই চমকে গেছে। এমন ঘাসের উইকেট আমরা কখনোই আশা করিনি। অন্য কোন দলও তা আশাই করেনি।’তবে মিরপুরের ঘাসের উইকেট দেখে চমকে গেলেও ক্রিকেটের জন্য এটাকে ভালো বলেছেন তিনি। তার মতে মাঝে মাঝে ব্যাটসম্যানদের পরীক্ষা দিতে এমন উইকেটের প্রয়োজন রয়েছে, ‘তবে এটা একদিক থেকে ভালোই। পেসাররা দারুণ সুবিধা পাবে। ব্যাটসম্যানদের সেরা খেলাটা খেলেই রান করতে হবে। মাঝে মাঝে এমন কিছুর দরকার রয়েছে।’আগামীকাল নিজ দেশ পাকিস্তানের বিপক্ষে মাঠে নামেছে তার অধীনে থাকা আমিরাত। আগের দিন চির প্রতিদ্বন্দ্বী ভারতের কাছে হেরে গেছে পাকিস্তান। তাই পাকিস্তানের এই টুর্নামেন্টে সম্ভবনা কতটুকু জানতে চাইলে তিনি বলেন, ‘পাকিস্তান ব্যাটিংয়ে ১২০-১৩০ করলে দারুণ ম্যাচ হবে। তাদের পেসাররা অসাধারণ; কিন্তু কথা হচ্ছে এই ১২০-১৩০ রানটা কে করবে? দলেতো এমন ব্যাটসম্যানই দেখি না।’আরটি/আইএইচএস/এবিএস