আন্তর্জাতিক

মহানবীর (সা.) জীবনী নিয়ে প্রামাণ্যচিত্র (ভিডিও)

ইসলাম ধর্মের নবী হযরত মুহাম্মদ (সা.) এর জীবনী নিয়ে একটি স্বল্পদৈর্ঘ্য প্রামাণ্যচিত্র নির্মাণ করা হয়েছে। এতে মহানবী হযরত মুহাম্দ (সা.) এর জন্মের আগে মক্কার মুসলিমদের ওপর নির্যাতন ও সমাজের অবিচার-অনাচারের চিত্র উঠে এসেছে।  বিবিসির তৈরি ওই প্রামাণ্যচিত্রে অন্ধকার যুগে মক্কার সমাজে ছড়িয়ে পড়া খুন, ডাকাতি, নারীদের ওপর ব্যাপক নির্যাতনের চিত্র তুলে ধরা হয়েছে। এসব সমস্যা সমাধানে ধর্মীয় কুসংস্কার ও বিধর্মীদের সঙ্গে কীভাবে বুদ্ধিমত্তা দিয়ে সমাজে ইসলাম ধর্মের প্রচার ও প্রসার ঘটিয়েছেন সে  কথাও বলা হয়েছে। সমাজের ন্যায়বিচার প্রতিষ্ঠা ও সব ধর্মের মানুষের কাছে তিনি কীভাবে আলামিন (বিশ্বাসী) উপাধি পেয়েছিলেন তাও তুলে আনা হয়েছে এই প্রামাণ্যচিত্রে। ইসলাম ধর্মের শুরুর দিকের অবস্থা থেকে বর্তমান সময়ের কথাও জায়গা পেয়েছে এতে। দেখুন ভিডিও এসআইএস/পিআর