বিনোদন

ঢাকায় আসছে জনপ্রিয় ব্যান্ড ইলুভেইটি

রক মেটাল গানের জন্য বিশ্বজুড়ে পরিচিত ফোঁক ব্যান্ডদল ইলুভেইটি। অন্যসব দল থেকে এই ব্যান্ডটির বিশেষত্ব হলো তারা মেটালের সঙ্গে লোক সংগীতের অনুষঙ্গ জুড়ে দিয়ে চমৎকার এক ব্যঞ্জনায় শ্রোতাদের মুগ্ধ করতে জানেন। সুইজারল্যান্ডের এই গানের দলটির জনপ্রিয়তা আছে বাংলাদেশেও। সেই ভাবনা থেকেই গ্রিন ইভেন্ট ম্যানেজম্যান্ট প্রথমবারের মত বাংলাদেশে নিয়ে আসছে ইলুভেইটিকে।জানা গেছে, আগামী মে মাসের ২৬ তারিখে রাজধানীতে অনুষ্ঠিত হবে ইলুভেইটির একক কনসার্টে। এখানে গান উপভোগ করতে হলে টিকিট কিনতে হবে নির্ধারিত মূল্যে। টিকিট কোথায়-কীভাবে পাওয়া যাবে সে বিষয়ে শিগগিরই সংবাদ সম্মেলনের মাধ্যমে ঘোষণা দেয়া হবে বলে জানালেন গ্রিন ইভেন্টের এক কর্মকর্তা।তিনি বলেন, ‘আমরা লক্ষ করেছি ‘ইলুভেইটি’ বিশ্ববিদ্যালয় পড়ুয়া শিক্ষার্থীদের কাছে ভীষণ জনপ্রিয়। প্রায় সময়ই তারা ‘ইলুভেইটি’র ফেসবুক পেজে গিয়ে দলটিকে বাংলাদেশে আসার জন্য অনুরোধ করে থাকেন। সে ভাবনা থেকেই ‘ইলুভেইটি’কে নিয়ে কনসার্টের পরিকল্পনা করেছি আমরা। এরইমধ্যে ‘ইলুভেইটি’ আমাদের কথা দিয়েছে যে তারা আসবে। আমরাও সে লক্ষে প্রস্তুতি নিচ্ছি। শিগগরিই এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।’এদিকে ব্যান্ড ‘ইলুভেইটি’র অফিশিয়াল ওয়েবসাইটেও (eluveitie.ch) নিশ্চিত করা হয়েছে বাংলাদেশে আসার খবর। তাদের ফেসবুক পেজেও ছবি আপলোড করে জানানো হয়েছে প্রথমবারের মতো বাংলাদেশে আসার খবর। এলএ/পিআর